যমুনায় ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত

প্রকাশ : ০৮ সেপ্টেম্বর ২০১৭, ১৪:৩৯

জাগরণীয়া ডেস্ক

সিরাজগঞ্জ হার্ডপয়েন্ট সংলগ্ন যমুনা নদীতে বর্ণাঢ্য নৌকাবাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

৭ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) বিকেলে সিরাজগঞ্জ জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার যৌথ আয়োজনে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

নৌকাবাইচ প্রতিযোগিতা উপভোগ করার জন্য হার্ড পর্য়েন্ট এবং তার আশে পাশে মানুষের ঢল নামে।

৭ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) দুপুর ২টায় হার্ড পয়েন্টসহ পুরে এলাকায় হাজার হাজার নারী ও পুরুষ ও শিশুরা ভিড় জমায়। নৌকাবাইচ দেখার জন্য সিরাজগঞ্জ জেলার বাইরে টাঙ্গাইল, বগুড়া, মানিকগঞ্জ, পাবনা জেলা থেকেও মানুষ আসে। জেলার বিভিন্ন উপজেলা থেকে শত শত নৌকা সুসজ্জিত হয়ে যমুনায় জড়ো হতে থাকে। দুপুর ২টা থেকে ৩ ধাপে প্রতিযোগীতা শুরু হয়।

সিরাজগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মুহাম্মদ কামরুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিরাজগঞ্জ জেলা প্রশাসক কামরুন নাহার সিদ্দিকা।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন, সিরাজগঞ্জ পুলিশ সুপার সিরাজ উদ্দিন আহমেদ, চ্যানেল আই প্রতিনিধি ফেরদৌস রবীন, মুক্তিযোদ্ধা গাজী ফজলুল মতিন মুক্তা, মহিলা আওয়ামী লীগের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক জান্নাত আরা তালুকদার হেনরী, জেলা আওয়ামী লীগের সহসভাপতি এড. কে এম হাসান আলী হোসেন, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সৈয়দ হাসান ইমাম।

প্রতিযোগিতা শেষে ৩ গ্রুপের বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন সিরাজগঞ্জ পুলিশ সুপার, জেলা প্রশাসক ও অতিথিবৃন্দ।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত