তসলিমা পক্ষের আয়োজনে তসলিমা নাসরিনের জন্মদিন পালন

প্রকাশ | ২৬ আগস্ট ২০১৭, ০০:২৫

অনলাইন ডেস্ক

প্রতিবারের মত এবারও ২৫ আগস্ট নারীবাদী লেখক তসলিমা নাসরিনের জন্মদিন পালনের আয়োজন করেছিল তসলিমা পক্ষ। পুরানা পল্টন কমরেড মণি সিংহ রোড এর মুক্তি ভবন এর চতুর্থ তলায় এই আয়োজন করা হয়।  

অনুষ্ঠানে আইনজীবী ইমতিয়াজ মাহমুদ, সাংবাদিক সুপ্রীতি ধর, প্রকাশক রবিন আহসান, ব্লগার রাহাত মুস্তাফিজ, নাহিদ সুলতানা সহ অন্যান্যরা বক্তব্য রাখেন। 

বক্তারা তাদের বক্তব্যে অন্যায় ভাবে নির্বাসনের মধ্য দিয়ে তসলিমা নাসরিনের নাগরিক অধিকার লঙ্ঘন হচ্ছে বলে মন্তব্য করেন এবং এর প্রতিবাদ জানান। 

অনুষ্ঠানে নবীনরা কীভাবে তসলিমা নাসরিনের লেখার সাথে তাদের পরিচয়, কীভাবে ধীরে ধীরে তসলিমার আদর্শে অনুপ্রাণিত হয়ে উঠছেন তার কথা বলেন। 

নবীনদের মাঝে তসলিমা নাসরিনের আদর্শ ছড়িয়ে দিতে তাদের জন্য উপহার হিসেবে ছিল তসলিমা নাসরিন এর লেখা সেরা কিছু বই। 

আয়োজকরা বলেন, নিষিদ্ধ নামটিই আজ আমরা বারবার উচ্চারণ করেছি। কারণ এই নিষিদ্ধ নামেই আমরা আমাদের শক্তি খুঁজে পাই, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করার সাহস পাই। 

শিল্পী শতাব্দী ভব'র গান দিয়ে অনুষ্ঠান শেষ হয়।