এ অবস্থা আর কতদিন?

প্রকাশ : ১২ জুন ২০১৭, ১৭:৩০

জাগরণীয়া ডেস্ক

আমাদের সামাজিক এবং পারিবারি অবকাঠামো এমনভাবে তৈরি যে, নারীরা সচেতন হবার চেষ্টা করলে অনেকে আতঙ্কিত হয়ে পড়েন। শৃঙ্খল ভেঙ্গে আসার চেষ্টা করলে অনেকে তাকে উচ্ছৃঙ্খলতা হিসেবে আখ্যায়িত করেন। আন্দোলনে সামিল হলে তাকে চরিত্রহীন বলে মনে করা হয়। কিন্তু এসব কূপমন্ডুকতায় আমরা বিচলিত হই। 

বেগম রোকেয়া যেভাবে ঘুণেধরা সমাজ থেকে বেরিয়ে এসে নারী শিক্ষার আলো জ্বালিয়েছিলেন, বীরকন্যা প্রীতিলতা কাঁদে অস্ত্র তুলে দেশের জন্য যুদ্ধ করেছেন, জীবনকে উৎসর্গ করেছেন, সেভাবে জুম্ম নারী সমাজকে জাগাতে হবে। স্বাধিকার আদায়ের মহান সংগ্রামে নারীদের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে।

নারী অধিকার এমনি এমনি আসবেনা। অধিকার কারোর দয়ার সামগ্রী নয়, অনুদানের বিষয় নয়। অধিকার অর্জন করতে হয়, ছিনিয়ে আনতে হয়। অধিকার বঞ্চিত স্বাধীন বাংলাদেশে স্বাতন্ত্র্য বজায় রেখে বেঁচে থাকতে চায় যা একমাত্র স্বায়ত্বশাসন কায়েমের মাধ্যমেই সম্ভব।

"পুরুষ অবরুদ্ধ আপন দেশে নারী অবরুদ্ধ নিজ নিবাসে" এ অবস্থা আর কতদিন চলবে?

'কল্পনা চাকমার ডায়েরি' থেকে

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত