নারী দিবসের অনুষ্ঠান প্রত্যাখ্যান নারীপক্ষের

প্রকাশ : ০৬ মার্চ ২০১৭, ১৫:২৬

জাগরণীয়া ডেস্ক

এই বছর নারী দিবস উপলক্ষে সরকারের পক্ষ থেকে আয়োজিত অনুষ্ঠানের আমন্ত্রণ প্রত্যাখ্যান করেছে নারীদের অধিকার আদায়ের লক্ষ্যে কাজ করা বেসরকারি প্রতিষ্ঠান নারীপক্ষ। বিশেষ বিধান রেখে জাতীয় সংসদে বাল্য বিবাহ নিরোধ আইন পাশ করানোর প্রতিবাদে এই আমন্ত্রণ প্রত্যাখ্যান করেছে তারা।

নারীপক্ষের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়, "নারী আন্দোলনের সর্বাত্মক দেনদরবারকে উপেক্ষা করে গত ২৭ ফেব্রুয়ারি ২০১৭ জাতীয় সংসদে সরকার প্রস্তাবিত বিশেষ ব্যবস্থা বহাল রেখেই 'বাল্য বিবাহ নিরোধ আইন ২০১৭' পাশ হয়েছে। এ কারণে নারীপক্ষ ক্ষুব্ধ ও সরকারের ৮ মার্চের অনুষ্ঠান বর্জন করার সিদ্ধান্ত নিয়েছে"।

শুধু তাই নয় নারী দিবসকে কেন্দ্র করে অন্য যেসকল অনুষ্ঠানে সরকারি প্রতিনিধিরা উপস্থিত থাকবেন সেসব অনুষ্ঠানও নারীপক্ষ বর্জন করবে বলে বিবৃতিতে বলা হয়। 

একইসাথে অপরাপর সকল সংগঠনকেও এই অনুষ্ঠান বর্জনের আহ্বান জানিয়েছে ১৯৮৩ সাল থেকে নারী অধিকারের পক্ষে কাজ করে আসা এই সংগঠনটি।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত