বাল্যবিয়ে ঠেকাতে মায়ের বিরুদ্ধে কলেজছাত্রীর অভিযোগ

প্রকাশ : ১৮ আগস্ট ২০১৭, ২২:৫২

জাগরণীয়া ডেস্ক

হবিগঞ্জের মাধবপুরে নিজের বাল্যবিয়ে ঠেকাতে শিবলি আক্তার (১৭) নামে এক কলেজছাত্রী মায়ের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ করেছেন। 

মাধবপুর থানায় ডিউটি অফিসার (এএসআই) আব্দুল ওয়াদুদ জানিয়েছেন, শিবলি তার ফুফুকে সঙ্গে নিয়ে থানায় হাজির হয়ে ১৭ আগস্ট (বৃহস্পতিবার) মায়ের বিরুদ্ধে জোরপূর্বক বিয়ের চেষ্টা ও নির্যাতনের অভিযোগ এনে লিখিত এ অভিযোগ দায়ের করেন।

স্থানীয় সূত্র জানায়, জেলার মাধবপুর পৌর শহরের উকিলপাড়ার বাসিন্দা কামাল হোসেনের মেয়ে কাজী শফিকুল ইসলাম বিশ্ববিদ্যালয় কলেজের একাদশ শ্রেণির ছাত্রী শিবলি আক্তারের সঙ্গে এক প্রবাসীর বিয়ে ঠিক করে তার মা। কিন্তু শিবলি বাল্যবিয়েতে রাজি না হওয়ার তার মা অনুফা বেগম তার ওপর নির্যাতন চালায়। এ ঘটনার পর গত ১৪ আগস্ট (সোমবার) রাতে শিবলি আলাকপুর গ্রামে তার ফুফু হাছিনা বেগমের কাছে গিয়ে আশ্রয় নেয়।

মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোক্তাদির হোসেন জানান, শিবলি বাদী হয়ে তার মায়ের বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করেছে। অভিযোগের বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত