বইমেলায় এলো কবরীর ‘স্মৃতিটুকু থাক’

প্রকাশ | ২৫ ফেব্রুয়ারি ২০১৭, ২০:২৪

অনলাইন ডেস্ক

স্কুল জীবনের গল্প নিয়ে লেখা এক সময়ের পর্দা কাঁপানো নায়িকা কবরীর বই ‘স্মৃতিটুকু থাক’ এর মোড়ক উন্মোচন হলো আজ। 

‘স্মৃতিটুকু থাক’ শিরোনামে কবরীর এই আত্মজৈবনিক রচনায় ঢাকাই সিনেমার সদর-অন্দরের পাশাপাশি উঠে এসেছে এই শিল্পের উপর মুক্তিযুদ্ধ ও যুদ্ধ পরবর্তী রাজনীতির অভিঘাতের কথাও।

শনিবার বইমেলার সোহরাওয়ার্দী উদ্যান অংশে বইয়ের মোড়ক উন্মোচন করেন পাঁচ দশকেরও বেশি সময় ধরে চলচ্চিত্রের সঙ্গে থাকা কবরী। 

এবারের মেলার বাংলা একাডেমি অংশ ৬৫-৬৬ নম্বরে বিপিএলের স্টলে পাওয়া যাবে এই বই।