মহিউদ্দিন আহমেদ স্মরণে স্মরণসভা

প্রকাশ : ২৫ এপ্রিল ২০১৭, ১২:৩৯

জাগরণীয়া ডেস্ক

ভাষা সৈনিক, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, জাতীয় নেতা মহিউদ্দিন আহমেদ এর ২০ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে গত শনিবার ২২শে এপ্রিল সকালে এক স্মরণসভার আয়োজন করা হয়। 

বিশিষ্ট পার্লামেন্টারিয়ান ও বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত এই সভাপতির মৃত্যুবার্ষিকী উপলক্ষে শনিবার জাতীয় জাদুঘরের বেগম সুফিয়া কামাল মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাণিজ্য মন্ত্রী তোফায়েল আহমেদ এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন, সংস্কৃতি বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূর, সিপিবি সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম, বিশিষ্ট সাংবাদিক ও কলামিস্ট আবেদ খান এবং জাতীয় পার্টির মহাসচিব শেখ শহিদুল ইসলাম।

সভায় সভাপতিত্ব করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ উপাচার্য মো আখতারুজ্জামান।

সভায় বক্তারা মহিউদ্দিন আহমেদ এর রাজনৈতিক ও সামাজিক বিভিন্ন কর্মকাণ্ডের উপর আলোকপাত করেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত