খালেদা জিয়ার দশম কারামুক্তি দিবস আজ

প্রকাশ : ১১ সেপ্টেম্বর ২০১৭, ১৩:৩০

জাগরণীয়া ডেস্ক

১১ সেপ্টেম্বর (সোমবার) বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দশম কারামুক্তি দিবস। ৩৭২ দিন কারাবন্দী থাকার পর ২০০৮ সালের এই দিন তিনি মুক্তি পান। ২০০৭ সালে সেনাসমর্থিত তত্ত্বাবধায়ক সরকার তখনকার ক্যান্টনমেন্টের বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে। এরপর থেকে দলীয় প্রধানের মুক্তির এই দিনকে প্রতিবছর বিএনপি কারামুক্তি দিবস হিসেবে পালন করছে। কারামুক্তি দিবস উপলক্ষে ১০ সেপ্টেম্বর বিকেলে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে এক আলোচনা সভার আয়োজন করে ছাত্রদল।

সভায় প্রধান অতিথির বক্তব্যে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ১/১১ সরকারের ধারাবাহিকতায় আওয়ামী লীগ সরকার বিএনপি নেতাদের বিরুদ্ধে একের পর এক মিথ্যা মামলা দিয়ে যাচ্ছে। উদ্দেশ্যে একটাই খালেদা জিয়া ও তারেক রহমানকে রাজনীতি থেকে দূরে রাখা।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত