ট্যাক্স প্রদান হতে অব্যাহতিপ্রাপ্ত মোটরযান সমূহ

প্রকাশ : ২১ জুলাই ২০১৭, ১৭:৪৮

জাগরণীয়া ডেস্ক

প্রকৃত ডিলার কর্তৃক বিক্রয়ের জন্য রক্ষিত অ-রেজিষ্ট্রেশনকৃত মোটরযানসমূহ।
সরকারি এবং অধিন দপ্তরসমূহের মোটরযানসমূহ (স্বায়ত্বশাসিত এবং স্থানীয় সরকার প্রতিষ্ঠান ব্যতীত)।
সশস্ত্র বাহিনীর মোটরযানসমূহ।
স্থানীয় সরকার প্রতিষ্ঠান/কর্তৃপক্ষ কর্তৃক কনজারভেন্সি (CONSERVANCY) পানি সরবরাহ, অগ্নিনির্বাপক এবং স্বাস্থ্যপরিচর্যা (SANITATION) এর কাজে ব্যবহৃত মোটরযানসমূহ।
বিদেশি কূটনৈতিক মিশনস তথা দূতাবাস, লিগেসন্স, হাইকমিশন, কনসুলেট, ট্রেডকমিশন এবং অন্যান্য আন্তর্জাতিক প্রতিষ্ঠান তথা জাতিসংঘ এবং অন্যান্য স্বীকৃতিপ্রাপ্ত আন্তর্জাতিক প্রতিষ্ঠান এবং কূটনৈতিক ও অকূটনৈতিক মিশনের সদস্যগণের মোটরযানসমূহ।
এ্যাম্বুলেন্স এবং ভ্রাম্যমান ডিসপেন্সারি হিসেবে ব্যবহৃত মোটরযানসমূহ।
শব (মৃতদেহ) বহনের নিমিত্ত ব্যবহৃত মোটরযানসমূহ।
চাষাবাদের কাজে ব্যবহৃত ট্রাক্টর এবং ট্রেইলারসমূহ এবং সরকার কর্তৃক সময় সময় অব্যাহতি প্রদত্ত মোটরযানসমূহ। তবে, এই সকল মোটরযানসমূহকে (*চিহ্নিত মোটরযানসমূহ ব্যতীত) বিআরটিএ হতে ফ্রি টোকেন গ্রহণ করতে হয়।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত