মোটরযানের ফিটনেস সার্টিফিকেট ইস্যু ও নবায়নের নিয়ম

প্রকাশ : ১৯ জুলাই ২০১৭, ১৮:৩৪

জাগরণীয়া ডেস্ক

ফিটনেস সার্টিফিকেটের জন্য মালিককে আবশ্যিকভাবে গাড়ি হাজির করে প্রয়োজনীয় ফিসসহ সংশ্লিষ্ট বিআরটিএ অফিসে নির্ধারিত ফরমে আবেদন করতে হয়। আবেদন পত্রের সাথে ফিটনেস সার্টিফিকেটের মূলকপি (হারিয়ে গেলে জিডিএন্ট্রির কপি), প্রয়োজনীয় ফিস জমা রসিদ, হালনাগাদ ট্যাক্সটোকেনের ফটোকপি, টিআইএন সংক্রান্ত কাগজপত্রের সত্যায়িত কপি, অনুমতি আয়কর প্রদানের প্রমানপত্র ইত্যাদি দাখিল করতে হয়।

ফিটনেস সার্টিফিকেট প্রদান করার পূর্বে বিআরটিএর পরিদর্শক কর্তৃক গাড়ির যান্ত্রিক অবস্থা ও প্রয়োজনীয় কাগজপত্র পরীক্ষা করা হয়। আইন ও বিধি মোতাবেক গাড়িটি যান্ত্রিক ত্রুটিমুক্ত পাওয়া গেলে এবং কাগজপত্র সঠিক থাকলে মোটরযান পরিদর্শক কর্তৃক ফিটনেস সার্টিফিকেট ইস্যু/নাবায়ন করা হয়।

রেজিষ্ট্রেশনের ১৫ দিনের মধ্যে অথবা পূর্ববর্তী ফিটনেস সার্টিফিকেটের মেয়াদ উর্ত্তীণের তারিখের মধ্যে ফিটনেস গ্রহণ/নবায়ন না করা হলে উক্ত তারিখের পর থেকে প্রতিমাস বা তার অংশের জন্য প্রযোজ্য ফিস (ফিটনেস সার্টিফিকেট ফিস) এর ৫০% অতিরিক্ত ফিস (জরিমানা) দিতে হয়। এই ক্ষেত্রে ট্যাক্সটোকেনের মতো নির্ধারিত মেয়াদের অতিরিক্ত ১৫ দিন পর্যন্ত সময় পাওয়া যায় না।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত