অনলাইনে চলছে বিতর্কিত পিস টিভি সম্প্রচার

প্রকাশ | ২০ মার্চ ২০১৭, ১৬:১৫

অনলাইন ডেস্ক

বিতর্কিত টেলিভিশন চ্যানেল ‘পিস টিভি’ ক্যাবল নেটওয়ার্কে বন্ধ হলেও এখনও অনলাইনে চলছে। বিভিন্ন ইসলামিক সংগঠন চ্যানেলটি অনলাইন থেকে তাদের ফেসবুক পেজে লাইভ দিয়ে প্রচারণা চালিয়ে যাচ্ছে।

গেল বছর জুলাইতে ঢাকায় হোলি আর্টিজানে হামলাকারী সন্ত্রাসীরা পিস টিভির বক্তা জাকির নায়েক দ্বারা উদ্বুদ্ধ হয়েছিল, এ অভিযোগের পর থেকে পিস টিভি বন্ধ করে দেওয়া হয়। এর সাথে সাথে দেশব্যাপী জেলা-উপজেলা পর্যায়ে কিন্ডারগার্টেনের মতো গড়ে ওঠা পিস স্কুলগুলোও বন্ধ করে দেওয়া হয়।

হোলি আর্টিজানে হামলার পর দিল্লি থেকেও জাকির নায়েকের ওপর অনুসন্ধান চালানো হয়। তৎকালীন সময়ে তিনি আফ্রিকায় অবস্থান করছিলেন।

বিশ্বজুড়ে এক রহস্যময় চরিত্র হয়ে ওঠা জাকির নায়েকের বিরুদ্ধে অভিযোগ, তার বক্তব্যে ইসলাম ভিন্ন অন্য ধর্মাবলম্বীদের হেয় করা হয়। ইসলাম বিস্তারে তার বক্তব্য উগ্রবাদীতাকে উস্কানি দেয়।

তারপরও অনলাইন বন্ধ না করাতে ফেসবুকের মতো সামাজিক যোগাযোগ মাধ্যমে ‌আহলে সুন্নতের মতো সংগঠনগুলো পিস টিভি সরাসরি সম্প্রচার করে যাচ্ছে। যা যুব সমাজকে আবারো উগ্রবাদিতার দিকে ঠেলে দিতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।