বয়লার বিস্ফোরণ: নিহতের সংখ্যা বেড়ে ১০

প্রকাশ : ০৪ জুলাই ২০১৭, ১৪:৩৩

জাগরণীয়া ডেস্ক

গাজীপুরে পোশাক কারখানার বয়লার বিস্ফোরণের ঘটনায় আরও একজনের লাশ পেয়েছেন উদ্ধারকারীরা; এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১০ জনে।

গাজীপুর সিটি কর্পোরেশনের কাশিমপুরের নয়াপাড়া এলাকায় ৩ জুলাই (সোমবার) সন্ধ্যায় ‘মাল্টি ফ্যাবস লিমিটেড’ নামের একটি পোশাক কারখানায় বয়লার বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে তাৎক্ষণিকভাবে ছয়জন নিহত এবং প্রায় ৪৭ জন আহত হয়। হাসপাতালে পাঠানোর পর মারা যান আরও তিন জন।

এরআগে গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মো. আখতারুজ্জামান বাসসকে জানান, সন্ধ্যা সোয়া ৭টার দিকে ওই কারাখানায় বয়লার বিস্ফোরণের পর কারখানার ৪তলা ভবনের ২য় তলা পর্যন্ত একপাশের কিছু অংশ ধসে পড়েছে। এতে পাঁচজন নিহত ও ৩৫ জন আহত হয়েছে। 

জয়দেবপুর, সাভার ইপিজেড, কালিয়াকৈর ও টঙ্গী ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করেছে। 
ক্ষয়ক্ষতির পরিমাণ এবং বয়লার বিস্ফোরণের কারণ জানা যায়নি।

গাজীপুর জেলা প্রশাসক ড. দেওয়ান মোহাম্মদ হুমায়ুন কবির জানান, বয়লার বিস্ফোরণের ঘটনায় ৮ সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে সাত দিনের মধ্যে রিপোর্ট দিতে বলা হয়েছে। 

তিনি জানান, নিহতদের প্রত্যেকের পরিবারকে ২০ হাজার টাকা করে দেয়া হবে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত