সবিতা চৌধুরী আর নেই

প্রকাশ : ২৯ জুন ২০১৭, ১৬:৪৫

জাগরণীয়া ডেস্ক

প্রয়াত হলেন কিংবদন্তি সংগীতশিল্পী সবিতা চৌধুরী। গত কয়েক বছর ধরেই ক্যান্সারে ভুগছিলেন সলিল চৌধুরী-জায়া। ২৮ জুন (বুধবার) রাত ২টা ৪৫ মিনিটে প্রয়াণ হয় তাঁর। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭২ বছর। 

মৃত্যুর আগে মেয়ে অন্তরা চৌধুরীর কাছেই ছিলেন তিনি। জীবনের শেষ কয়েকটি দিন বড় মেয়ের কাছেই কাটাতে চেয়েছিলন সবিতা চৌধুরী। মেয়ে অন্তরা চৌধুরী এমনই জানিয়েছেন।

এই বর্ষীয়ান সংগীতশিল্পীর মৃত্যুতে শোকস্তব্ধ বাংলা সংগীত মহল। স্বামী সলিল চৌধুরীর অনুরোধেই প্রথম একটি অ্যালবামে গান গেয়েছিলেন। তাঁর গলায় ‘সুরের সেই ঝর-ঝর-ঝরণা’, ‘প্রজাপতি প্রজাপতি’, ‘হলুদ গাঁদার ফুল’, ‘ঝিলমিল ঝিলমিল’ এর মতো অসংখ্য গান বাঙালির মনে চিরন্তন হয়ে থাকবে। 

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত