পথেই শেষ হয়ে গেলো ঈদের আনন্দ

প্রকাশ : ২৩ জুন ২০১৭, ১৮:০৩

জাগরণীয়া ডেস্ক

ঢাকা-বরিশাল মহাসড়কের গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার চরপ্রসন্নদী নামক স্থানে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় অটোরিক্সা ড্রাইভার নিহত হয়েছে। এ সময় নারীসহ তিনজন আহত হয়েছে। আজ ২৩ জুন (শুক্রবার) সকাল ৬টার দিকে এই ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, ঢাকা-বরিশাল মহাসড়কের গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার চরপ্রসন্নদী নামক স্থানে যশোর থেকে একটি নতুন মাহিন্দ্র ক্রয় করে তিন সন্তানের জনক নূর ইসলাম (৪২) ও স্ত্রী শামসুন্নাহার গ্রামের বাড়ী বরিশালের গলাচিপা উপজেলার উলাহার এর উদ্দেশে ছেড়ে আসে। এসময় পিছন থেকে একটি দ্রুতগামী যাত্রীবাহী বাস ধাক্কা দিলে মাহিন্দ্রটি রাস্তার খাদে উল্টে পড়ে যায়। এতে ড্রাইভার নূর ইসলাম (৪২) ঘটনাস্থলে মারা যায় এবং স্ত্রী শামসুন্নাহারসহ (৩৫) অপর তিন যাত্রী আহত হয়। 

আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। 

আহত তিন সন্তানের জননী শামসুন্নাহার জানান, "আসন্ন ঈদকে সামনে রেখে বুক ভরা আশা নিয়ে কিস্তিতে টাকা এনে একলাখ বিশ হাজার টাকা দিয়ে যশোর থেকে গাড়িটি ক্রয় করে বাড়ি যাচ্ছিলাম। পথিমধ্যে এ দুর্ঘটনায় আমার সবকিছু শেষ হয়ে গেল। এখন আর আমার ঈদ করা হলো না। আমার তিন সন্তানকে নিয়ে আমি কি ভাবে সংসার চালাবো? 

ভাংগা হাইওয়ে থানার ওসি এজাজুল ইসলাম ঘটনা নিশ্চিত করে বলেন, দুর্ঘটনায় আহতদের উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত