সাতক্ষীরায় দুই শিক্ষার্থীর আত্মহত্যা

প্রকাশ | ১৯ জুন ২০১৭, ১৮:০৩

অনলাইন ডেস্ক

সাতক্ষীরার কলারোয়ায় অনার্স প্রথম বর্ষ ও ষষ্ঠ শ্রেণির দুই শিক্ষার্থী আত্মহত্যা করেছে বলে জানা গেছে। এদের মধ্যে অনার্স পড়ুয়া শিক্ষার্থী বিবাহিত, তার সাত মাসের একটি কন্যা সন্তান রয়েছে। 
কলারোয়া থানার ওসি বিপ্লব কুমার দেবনাথ এ তথ্য নিশ্চিত করেন।

স্থানীয় চন্দনপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মনিরুল ইসলাম জানান, সাতক্ষীরা সরকারি কলেজের অনার্স ইংরেজি বর্ষের ছাত্রী আঞ্জুয়ারা খাতুন রানু (২২) ১৮ জুন (রবিবার) রাতে গলায় শাড়ি জড়িয়ে আত্মহত্যা করেছেন বলে তিনি সকালে শুনেছেন। 

তবে এসআই হাসানুজ্জামান বলেছেন রানুর মৃত্যুটি রহস্যজনক।

রানুর স্বামী দেয়াড়া ইউনিয়নের পাটুলি গ্রামের মুদি দোকানি সোহরাব হোসেন বলেন, "রাতে সেহেরি খেয়ে সন্তানসহ স্বাভাবিকভাবে ঘুমিয়ে পড়ে রানু। ভোরে উঠে দেখি স্ত্রীর শাড়ি দিয়ে জড়ানো ঝুলন্ত লাশ"।

সোহবার জানান, রানু যশোর জেলার ঝিকরগাছা উপজেলার বাউসা ইউনিয়নের নির্বাসখোলা গ্রামের কওছার আলীর মেয়ে।

অন্যদিকে, ১৮ জুন (রবিবার) রাতে উপজেলার চন্দনপুর ইউনিয়নের হিজলদী গ্রামের আহসানুর রহমানের মেয়ে চন্দনপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী সোনিয়া খাতুন (১২) আত্মহত্যা করে।

ওসি বিপ্লব কুমার দেবনাথ জানান, বাবা মা পড়ালেখার জন্য বকুনি দেওয়ায় অভিমানে সোনিয়া গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে। এই ঘটনায় কলারোয়া থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।