পাহাড় ধস: গত ১০ বছরে ৪০১ জনের মৃত্যু

প্রকাশ : ১৪ জুন ২০১৭, ০২:১৩

জাগরণীয়া ডেস্ক

২০০৭ থেকে ২০১৭ এই ১০ বছরে ১৪ জুন (বুধবার) রাত দেড়টা অবদি পাহাড় ধসের ঘটনায় ৪০২ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে নিম্নচাপের প্রভাবে গত দুই দিনের টানা বর্ষণে পার্বত্য তিন জেলা ও চট্টগ্রামেই পাহাড় ধসের ঘটনায় মারা গেছেন ১৩২ জন। আহতদের মধ্যে অনেকের অবস্থা বেশ গুরুতর। মৃত্যুর সংখ্যা আরো বাড়তে পারে বলে উদ্ধারকারীরা জানিয়েছেন।

বিশেষজ্ঞদের মতে নিয়ম ভেঙে পাহাড় কাটা এবং পাহাড়ে ঝুঁকিপূর্ণ বসবাসাই এই মৃত্যুর প্রধান কারন। মূলত প্রতিবছর বর্ষা মৌসুমেই হতাহতের ঘটনা ঘটে।

গত ১০ বছরে পাহাড় ধসের ঘটনায় মৃত্যুর চিত্র
# ২০০৭ সালের ১১ জুন চট্টগ্রামের সাতটি স্থানে মাটিচাপায় ১২৭ জনের মৃত্যু হয়
# ২০০৮ সালের ১৮ আগস্ট চট্টগ্রামের লালখান বাজার মতিঝর্ণা এলাকায় পাহাড় ধসে চার পরিবারের ১২ জনের মৃত্যু হয়
# ২০১১ সালের ১ জুলাই চট্টগ্রামের টাইগার পাস এলাকার বাটালি হিলের ঢালে পাহাড় ও প্রতিরক্ষা দেয়াল ধসে ১৭ জনের মৃত্যু হয়
# ২০১২ সালে ২৬-২৭ জুন চট্টগ্রাম, কক্সবাজার, বান্দরবান ও সিলেটে ৯৪ জনের প্রাণহানি ঘটে
# ২০১৫ সালের ২৬-২৭ জুন টানা বর্ষণ, ধস আর পাহাড়ি ঢলে কক্সবাজারে ১৯ জনের মৃত্যু হয়।
# ২০১৭ সালের ১১-১৩ জুন টানা বর্ষণ, ধস আর পাহাড়ি ঢলে পার্বত্য তিন জেলা ও চট্টগ্রামে মারা গেছেন ১৩২ জন। মৃত্যুর সংখ্যা আরো বাড়তে বলে জানিয়েছেন উদ্ধারকারীরা।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত