'পুঁজিবাজারে জবাবদিহিতা এসেছে'

প্রকাশ : ২৯ জুন ২০১৬, ২৩:০২

জাগরণীয়া ডেস্ক

বুধবার সংসদ অধিবেশনে পুঁজিবাজারের উন্নয়নে নেওয়া এই সরকারের পদক্ষেপের কথা তুলে ধরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, “একটি স্থিতিশীল, স্বচ্ছ, জবাবদিহিতামূলক, দক্ষ ও জাতীয় অর্থনীতিতে যথেষ্ট অবদান সৃষ্টিকারী এক পুঁজিবাজারের জন্য আমরা নিরন্তর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি।”

এসময় এক্সচেঞ্জ ও তালিকাভুক্ত কোম্পানির সুশাসন নিশ্চিত করতে নেওয়া পদক্ষেপ, শেয়ার বাজারে লেনদেন কারচুপি ও অনিয়ম শনাক্তকরণ ও যথাযথ নিয়ন্ত্রণমূলক ব্যবস্থা নেওয়া, ক্ষুদ্র বিনিয়োগকারীদের জন্য প্রনোদনা প্যাকেজের সফল বাস্তবায়ন প্রক্রিয়া অব্যাহত রাখা, পুঁজিবাজার সংক্রান্ত মামলাসমূহ দ্রুত নিষ্পত্তিতে স্পেশাল ট্রাইব্যুনালের কার্যক্রম চালু এবং আর্থিক প্রতিবেদনের স্বচ্ছতা ও বিশ্বাসযোগ্যতা যাচাইয়ের জন্য ফাইনানসিয়াল রিপোর্টিং অ্যাক্ট প্রণয়নের কথাও উল্লেখ করেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী বলেন, "বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (অলটারনেটিভ ইনভেস্টমেন্ট) রুলস, ২০১৫ প্রণয়নের ফলে তথ্য-প্রযুক্তিসহ বিভিন্ন ক্ষুদ্র ও মাঝারি শিল্পে দেশিবিদেশি বিনিয়োগ আকৃষ্ট হচ্ছে"।

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (পাবলিক ইস্যু) রুলস, ২০১৫ প্রণয়নের ফলে আইপিও প্রক্রিয়ায় স্বচ্ছতা এসেছে বলেও তিনি জানান।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত