'আগাম ব্যবস্থা নেয়ায় ক্ষয়ক্ষতি কম হয়েছে'

প্রকাশ | ৩১ মে ২০১৭, ১৯:৫৫

অনলাইন ডেস্ক

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আগাম ব্যবস্থা নেওয়ায় ঘূর্ণিঝড় মোরায় ক্ষয়ক্ষতি কম হয়েছে। তিনি বলেন, আমরা দুর্যোগ মোকাবেলার ক্ষমতা রাখি এবারও রেখেছি। এমনভাবে সুন্দর ব্যবস্থা করে ফেলেছি যাতে এই ধরনের দুর্যোগের পূর্বাভাস পেলে কাজ শুরু হয়ে যায়।

৩১ মে (বুধবার) সংসদে নির্ধারিত প্রশ্নোত্তরে প্রধানমন্ত্রী কথাগুলো উল্লেখ করেন। 

নিম্নচাপটি যখন ঘূর্ণিঝড়ে পরিণত হয়, প্রধানমন্ত্রী তখন দুই দিনের সফরে অস্ট্রিয়ায়। সেখান থেকেই তিনি নিয়মিত পরিস্থিতি পর্যবেক্ষণ করে দিক নির্দেশনা দেন বলে ৩০ মে (মঙ্গলবার) এক সংবাদ সম্মেলনে জানান সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

৩১ মে (বুধবার) সকালে দেশে ফিরেই প্রধানমন্ত্রী অধিবেশনে যোগ দেন এবং প্রশ্নোত্তর পর্বে অংশ নেন।  

আওয়ামী লীগের মাহাবুব-উল আলম হানিফের প্রশ্নের জবাবে সংসদ নেতা হাসিনা বলেন, ঘূর্ণিঝড়ের খবর পেয়ে আমি অষ্ট্রিয়া বসেই আগাম ব্যবস্থা দেওয়ার নির্দেশ দিয়েছি। আমাদের ব্যবস্থা নেওয়ার জন্য ক্ষয়ক্ষতি কম হয়েছে। তাছাড়া ঝড়টি ঘুরে যাওয়া এবং ওই সময় সমুদ্রে ভাটা থাকার কারণে আমরা সেটা আশঙ্কা করেছিলাম সেই পরিমাণ ক্ষতি হয়নি। তবে বেশকিছু ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে।

সরকারের পাশাপাশি দল হিসেবে আওয়ামী লীগও এই দুর্যোগ মোকাবিলায় তৎপর বলে জানান সরকারপ্রধান।