এএসআই হুমায়ুন হত্যায় স্ত্রীসহ দুজনের মৃত্যুদণ্ড

প্রকাশ : ৩০ মে ২০১৭, ১৪:১৯

জাগরণীয়া ডেস্ক

ঢাকার শাহ আলী থানার এএসআই হুমায়ুন কবির হত্যা মামলায় তার স্ত্রী রহিমা সুলতানা রুমিসহ দু'জনের মৃত্যুদণ্ড ও একজনের যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছে আদালত।

আজ ৩০ মে (মঙ্গলবার) প্রায় সাড়ে তিন বছর আগের এই ঘটনার বিচার শেষে ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক আবদুর রহমান সরদার এই রায় ঘোষণা করেন।

রাষ্ট্রপক্ষের কৌসুঁলি মাহফুজুর রহমান লিখন জানান, রায় ঘোষণার সময় মামলার প্রধান আসামি ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের জ্যেষ্ঠ সেবিকা রহিমাকে কারাগার থেকে আদালতে হাজির করা হয় বলে ।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত অপর আসামি মো. রাফা এ মিষ্টি ও তার স্ত্রী যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত মোসাম্মত রিয়া এখনো পলাতক রয়েছেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত