নিখোঁজ গৃহবধূর গলাকাটা লাশ উদ্ধার

প্রকাশ : ২৯ মে ২০১৭, ১৭:৪৪

জাগরণীয়া ডেস্ক

নাটোরের সিংড়া উপজেলায় নিখোঁজের একদিন পর এক গৃহবধূর গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।  নিহত শাপলা বেগম (২৮) চামারী ইউনিয়নের গুটিয়া গ্রামের প্রবাসী হোসেন আলীর স্ত্রী। মহিষমারী গ্রামে তার বাবার বাড়ি।

সিংড়া থানার এসআই খাইরুজ্জামান জানান, ২৮ মে (রবিবার) রাতে কলম-পুণ্ডরী গ্রামের একটি মাঠ থেকে ওই গৃহবধূর লাশ উদ্ধার করা হয়। 

পরিবারের সদস্যদের অভিযোগ, শ্বশুর বাড়িতে অত্যাচারের শিকার হয়ে বিয়ের কয়েক বছরের মাথায় শাপলা বাবার বাড়িতে চলে আসেন। গত ২৭ মে (শনিবার) বাড়ি থেকে বেড়িয়ে শাপলা নিখোঁজ হন বলে জানালেও তাকে হত্যার কারণ নিশ্চিত করতে পারেননি তারা।

এসআই খাইরুজ্জামান বলেন, ২৭ মে (শনিবার) রাতে শাপলা তার বাবার বাড়ি থেকে নিখোঁজ হন। অনেক খোঁজাখুঁজির পর কলম-পুণ্ডরী গ্রামের একটি মাঠে তার গলাকাটা লাশ দেখতে পায় স্থানীয়রা। পরে পরিবারের লোকজন থানায় খবর দিলে পুলিশ গিয়ে শাপলার লাশ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতাল মর্গে পাঠায় বলে জানান তিনি।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত