কাজে ফিরতে বাধা নেই অধ্যাপক রিয়াজুল হকের

প্রকাশ : ২৮ মে ২০১৭, ১৭:৩৯

জাগরণীয়া ডেস্ক

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডেভেলপমেন্ট স্টাডিজ (উন্নয়ন অধ্যয়ন) বিভাগের অধ্যাপক রিয়াজুল হককে স্থগিতাদেশ বহাল রেখেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।

এ বিষয়ে করা আবেদন নিষ্পত্তি করে ২৮ মে (রবিবার) প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে চার বিচারপতির আপিল বেঞ্চ এ আদেশ দেন।

ফলে বিভাগের কাজে অংশ নিতে রিয়াজুল হকের আর কোনো বাধা থাকল না। তবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তার বিরুদ্ধে তদন্তকাজ চালিয়ে যেতে পারবে বলে তার আইনজীবীরা জানিয়েছেন।

শ্রেণিকক্ষে অশ্লীল স্লাইড প্রদর্শনের অভিযোগে গত ৭ মার্চ অধ্যাপক রিয়াজুল হককে বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটের সিদ্ধান্ত অনুযায়ী সাময়িক বরখাস্তের আদেশ দেওয়া হয়।

পরে বরখাস্তের আদেশ বেআইনি দাবি করে নোটিশ দেন রিয়াজুল হক। হাইকোর্টে রিটও করেন তিনি। এ রিটের শুনানি শেষে গত ৯ এপ্রিল হাইকোর্ট বেঞ্চ সিন্ডিকেটের সিদ্ধান্ত স্থগিত করে রুলসহ আদেশ দেন। এর বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত