প্রধানমন্ত্রীকে ধন্যবাদ, সব ‘মূর্তি’ অপসারণের দাবি

প্রকাশ : ২৬ মে ২০১৭, ১৬:০৫

জাগরণীয়া ডেস্ক

সুপ্রিম কোর্টের সামনে স্থাপিত ন্যায়বিচারের প্রতীকী ভাস্কর্য জাস্টিশিয়া অপসারণ করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়েছে ধর্মভিত্তিক দল হেফাজতে ইসলাম। একইসাথে এবার দেশে স্থাপিত সব ‘মূর্তি’ অপসারণ করারও দাবি জানিয়েছে তারা। শুক্রবার দুপুরে বায়তুল মোকাররমের উত্তর গেটে সংগঠনটির ঢাকা মহানগর কমিটির উদ্যোগে আয়োজিত এক শুকরিয়া আদায় মিছিলে এ দাবি জানানো হয়।

এর আগে সুপ্রিম কোর্টের সামনে স্থাপিত গ্রিক দেবী থেমিসের আদলে তৈরি ভাস্কর্যটি সরিয়ে নেওয়ায় জুমার নামাজ শেষে বায়তুল মোকাররমের উত্তর গেটে প্রধানমন্ত্রীর দীর্ঘায়ু কামনা করে মোনাজাত করেন হেফাজতে ইসলামের নেতারা। এরপর এক শুকরিয়া আদায় মিছিলে সব ‘মূর্তি’ অপসারণ এর দাবি জানান ঢাকা মহানগর হেফাজতে ইসলামের সভাপতি মাওলানা নূর হোসাইন কাসেমী।

মাওলানা নূর হোসাইন কাসেমী বলেন, "কোন অবস্থায় রাস্তার পাশে মূর্তি স্থাপন মেনে নেওয়া চলবে না। এ দেশে মূর্তি সংস্কৃতি চলবে না"।

কাসেমী বলেন, "প্রধানমন্ত্রী তিনি তার প্রতিশ্রুতি মোতাবেক মূর্তি সরিয়েছেন সেজন্য তার প্রতি আমরা ধন্যবাদ জ্ঞাপন করছি। তিনি যেন সবসময় ইসলামের খেদমত করতে পারেন এই দোয়া আমরা করছি"।

সমাবেশে হেফাজতের ঢাকা মহানগরের সহ সভাপতি মাওলানা মুজিবুর রহমান হামিদী বলেন, "বাংলার মাটিতে আর কোনও মূর্তি স্থাপন করা যাবে না। এ ঘটনার পুনারবৃত্তি ঘটলে তৌহিদী জনতা দাঁতভাঙা জবাব দেবে"।

হেফাজতের ঢাকা মহানগরের সহ সভাপতি আব্দুর রব ইউসূফী বলেন, "প্রধানমন্ত্রী এদেশের ধর্মপ্রাণ মুসলমানদের দাবির পক্ষে ছিলেন এজন্য আমরা তাকে ধন্যবাদ জানাই"।

উল্লেখ্য, ২৫ মে (বৃহস্পতিবার) রাত সাড়ে ১১টার দিকে ভাস্কর মৃণাল হকের তত্ত্বাবধানে সুপ্রিম কোর্টের সামনে স্থাপিত ভাস্কর্য অপসারণের কাজ শুরু হয়। প্রায় চার ঘণ্টা পর ভোর রাতে সেটি সরিয়ে নেওয়া হয়।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত