দুর্নীতি মামলায় খালেদা জিয়ার আত্মপক্ষ সমর্থন ১ জুন

প্রকাশ : ২৪ মে ২০১৭, ০০:১১

জাগরণীয়া ডেস্ক

জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়াকে আত্মপক্ষ সমর্থনের জন্য আগামি ১ জুন আদালতে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। ২৩ মে মঙ্গলবার ঢাকা ৫ নং বিশেষ জজ আদলতের বিচারক মো. আখতারুজ্জামান এ নির্দেশ দেন।

খালেদা জিয়ার আইনজীবী মো. সানাউল্লাহ মিয়া জানান, অসুস্থতার কারণে খালেদা জিয়া আদালতে হাজির হতে পারেননি। এ জন্য আদালতে সময় আবেদন করা হয়। আদালত আগামি ১ জুন খালেদা জিয়ার আত্মপক্ষ সমর্থনের জন্য তারিখ নির্ধারণ করেছেন।

এতিমদের জন্য বিদেশ থেকে আসা দুই কোটি ১০ লাখ ৭১ হাজার ৬৭১ টাকা আত্মসাতের অভিযোগে ২০০৮ সালের ৩ জুলাই জিয়া অরফানেজ ট্রাস্টের বিরুদ্ধে মামলা হয়। রমনা থানায় মামলাটি দায়ের করেছিল দুর্নীতি দমন কমিশন। তদন্ত শেষে ২০০৯ সালের ৫ আগস্ট আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়। তার পাঁচ বছর পর ২০১৪ সালের ১৯ মার্চ তৎকালীন ঢাকার তৃতীয় বিশেষ জজ বাসুদেব রায় অভিযোগ গঠন করে খালেদাসহ ছয় আসামির বিচার শুরুর নির্দেশ দেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত