সাতক্ষীরায় মানব পাচার প্রতিরোধে সভা

প্রকাশ : ২৩ মে ২০১৭, ২৩:৫৬

জাগরণীয়া ডেস্ক

জাতীয় মহিলা আইনজীবী সমিতির উদ্যোগে ২৩ মে (মঙ্গলবার) সকালে সাতক্ষীরা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মানব পাচার প্রতিরোধে এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। জেলা মানব পাচার প্রতিরোধ কমিটির সদস্যদের উপস্থিতিতে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক আবুল কাসেম মো. মহিউদ্দীন।

অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন বিএনডব্লিইএলএ’র নির্বাহী পরিচালক এড. সালমা আলী। পাচার প্রতিরোধ, আইনের প্রয়োগ ও বাস্তবায়ন বিষয়ে বক্তব্য রাখেন সংগঠনের পরিচালক এড. তৌহিদা খন্দকার।

এছাড়া অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, জেলার অতিরিক্ত পুলিশ সুপার মেরিনা আক্তার, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নুর হোসেন সজলসহ অন্যান্য নির্বাহী ম্যাজিস্ট্রেট বৃন্দ। অনুষ্ঠানে পুলিশ, বিজিবি ও গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে পাচারের শিকার পরবর্তীতে উদ্ধার এবং তাদের পুনর্বাসনের লক্ষে এমন ৫টি পরিবারের সদস্যদের মধ্যে প্রধান অতিথি ও নির্বাহী পরিচালক ১০ হাজার টাকার করে আর্থিক অনুদানের চেক প্রদান করেন। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মালিহা সুলতানা।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত