রানা প্লাজার মালিকসহ ১০ জনের বিচার শুরু

প্রকাশ : ২১ মে ২০১৭, ১৯:২২

জাগরণীয়া ডেস্ক

সাভারে রানা প্লাজা ভবন নির্মাণের দুর্নীতির মামলায় সোহেল রানাসহ ১০ জনের বিরুদ্ধে বিচার শুরু করার জন্য অভিযোগ গঠন করেছেন আদালত। অভিযুক্তরা হলেন- সোহেল রানার বাবা আব্দুল খালেক, মা মর্জিনা বেগম, সোহেল রানা, রেফায়েতউল্লাহ, উত্তম কুমার রায়, রফিকুল ইসলাম, মাহবুবুর রহমান, রফিকুল হাসান, ফারজানা ইসলাম ও আব্দুল মুত্তালিব।

২১ মে (রবিবার) ঢাকার বিভাগীয় বিশেষ বিচারক আতোয়ার রহমান অভিযোগ গঠনের এ আদেশ দেন। আর আগামি ৫ জুলাই মামলার সাক্ষ্যগ্রহণের দিন ঠিক করেছেন আদালত। 

এর আগে এই মামলার অভিযোগপত্রভুক্ত ১০ জনের বিরুদ্ধে আদালত অভিযোগ গঠন করেন। বাকি ছয়জনকে আদালত অব্যাহতি দেন। তারা হলো- আলী খান, এটিএম মাসুদ রেজা, সাজ্জাদ হোসেন, মর্জিনা বেগম, আবুল বাশার ও আমিনুল ইসলাম। 

দুর্নীতি দমন কমিশনের (দুদক) আইনজীবী মোশাররফ হোসেন বলেন, অভিযোগ গঠনের মধ্য দিয়ে এই মামলার বিচারকাজ শুরু হলো।

প্রসঙ্গত, ২০১৩ সালের ২৪ এপ্রিল রানা প্লাজা ধসে ১১৩৫ জন নিহত হন। আহত হন ১৫২৪ জন। তাদের মধ্যে গুরুতর আহত হন ৮৪৪ জন। নিহত শ্রমিকদের মধ্যে ২৯১ জনের লাশ শনাক্ত যায়নি।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত