ময়মনসিংহ থেকে শুরু ধর্ষণবিরোধী প্রচারণা

প্রকাশ : ১৮ মে ২০১৭, ১৭:৫২

জাগরণীয়া ডেস্ক

যৌন নিপীড়নবিরোধী নির্দলীয় ছাত্র জোট- এর উদ্যোগে সারা দেশে ধর্ষণবিরোধী প্রচারণার কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

আগামীকাল ১৯ মে (শুক্রবার) ময়মনসিংহ থেকে এ কর্মসূচি শুরু হবে।

গত ১১ মে বৃহস্পতিবার এক গণঅবস্থান থেকে ‘যৌন নিপীড়নবিরোধী নির্দলীয় ছাত্র জোট’-এর আহ্বায়ক শিবলী হাসান দেশের আটটি বিভাগের শিক্ষা প্রতিষ্ঠানগুলোর শিক্ষার্থীদের নিয়ে যৌন নিপীড়ন ও ধর্ষণের বিরুদ্ধে এক ঐক্যবদ্ধ আন্দোলনের কর্মসূচি ঘোষণা করেন।

‘ধর্ষণের বিরুদ্ধে জাগ্রত ময়মনসিংহ’ স্লোগান নিয়ে ১৯ মে শুক্রবার বিকেল ৪টায়, ময়মনসিংহ প্রেসক্লাবের সামনে এক মানববন্ধনের মাধ্যমে শুরু হবে তাদের বিভাগীয় কার্যক্রম।

শিবলী হাসান জানান, ‘জাগো মানুষ, জাগো বহ্নিশিখা’- ক্যাম্পেইন ময়মনসিংহ বিভাগের প্রতিটি বিভাগীয় শিক্ষা প্রতিষ্ঠান, জেলা ও উপজেলা শহরে পরিচালনার এক রূপরেখাও ঘোষিত হবে এই মানববন্ধন থেকে।

মূলত ২০১৫ সাল থেকে ধর্ষকদের বিচারের প্রেক্ষিতে সুনির্দিষ্ট ৪টি দাবী নিয়ে কাজ করছে এই সংগঠনটি। দাবিগুলো হলো-

১। বিচার প্রক্রিয়ার দীর্ঘসূত্রিতা কাটিয়ে দ্রুত বিচার ট্রাইব্যুনালে ধর্ষকের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা।

২। ধর্ষকের একমাত্র শাস্তি হবে মৃত্যুদণ্ড।

৩। ১৫৫(৪) সংশোধন, ধর্ষিতাকে নয় বরং ধর্ষককে জেরা করতে হবে।

৪। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে নারী সেল গঠনের মাধ্যমে নিপীড়িত নারীর জন্য সর্বোচ্চ রাষ্ট্রীয় সুবিধা নিশ্চিত করতে হবে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত