সালিশের নামে কিশোরীর চুল কর্তন, গ্রেপ্তার ৩

প্রকাশ : ১৬ মে ২০১৭, ১৭:৩৪

জাগরণীয়া ডেস্ক

বাগেরহাট জেলার মোংলায় সালিশ-বৈঠকের নামে মিথ্যা অপবাদ দিয়ে এক কিশোরীকে মারধর ও মাথার চুল কেটে দেওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনার সাথে জাড়িত থাকার অভিযোগে ফুলমিয়া (৫৫), খাদিজা বেগম (৪০) ও জাকিয়া বেগম (৪০) নামে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

১৬ মে (মঙ্গলবার) সকালে বাগেরহাট আদালতের মাধ্যমে তিনজনকে কারাগারে পাঠানো হয়।

পুলিশ জানায়, কিশোরীকে মারধর ও মাথার চুল কেটে দেওয়ার ঘটনায় ১৫ মে (সোমবার) রাতে মোংলা থানায় মামলা করা হয়। এতে ফুলমিয়া (৫৫), ফুলমিয়ার স্ত্রী খাদিজা বেগম (৪০), নুরুজ্জামান কালু (৫০), কালুর স্ত্রী জাকিয়া বেগম (৪০) ও সুনু বেগমকে (২২) আসামি করা হয়। এদের মধ্যে কালু ও সুনু বেগম পলাতক।

মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ লুৎফর রহমান জানান, ওই কিশোরীর (১৬) বিরুদ্ধে মিথ্যা অপবাদ তুলে ১৩ মে (শনিবার) রাতে স্থানীয়ভাবে সালিশ-বৈঠক বসে একই এলাকার ফুলমিয়া ও নুরুজ্জামান কালু। এতে কিশোরীর বিরুদ্ধে দুশ্চরিত্রের অভিযোগ এনে তাকে মারধর এবং কাঁচি দিয়ে তার মাথার চুল কেটে দেয় আসামিরা। এ ঘটনায় মামলার পর তিনজনকে গ্রেপ্তার করে পুলিশ। 

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত