সাফাত ৬ দিন ও সাদমান ৫ দিনের রিমান্ডে

প্রকাশ : ১২ মে ২০১৭, ১৭:৩৬

জাগরণীয়া ডেস্ক

রাজধানীর বনানীতে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের দুই ছাত্রীকে ধর্ষণের অভিযোগে করা মামলায় গ্রেপ্তার সাফাত আহমেদকে ছয় দিনের এবং সাদমান সাকিফকে পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। 

১২ মে (শুক্রবার) দুপুর আড়াইটার দিকে তাদের ঢাকা মুখ্য মহানগর হাকিম আদালত পুলিশের ১০ দিনের রিমান্ড শুনানি শেষে এ রিমান্ড দেন।

ঢাকা মেট্রোপলিটন আদালতের নারী ও শিশু বিভাগের মামলা নিবন্ধন অফিস সূত্রে জানা যায়, দুপুর ৩টার মধ্যে ম্যাজিস্ট্রেট রায়হানুল ইসলামের আদালতে তোলা হয় আসামিদের। 

এসময় পুলিশের পক্ষ থেকে ১০ দিনের রিমান্ড চাওয়া হয়। আর আসামিপক্ষের আইনজীবী আবদুর রহমান হাওলাদার জামিনের আবেদন করেন। শুনানির পর মহানগর হাকিম রায়হান উল ইসলাম শাফাতকে ছয় দিনের ও সাদমানকে পাঁচ দিনের রিমান্ডের আদেশ দেন। 

প্রসংগত, ১১ মে (বৃহস্পতিবার) সিলেট থেকে এই দুজনকে গ্রেপ্তার করা হয়। পরে ১২ মে (শুক্রবার) সকালে তাদের রাজধানীর মিন্টো রোডে পুলিশের গোয়েন্দা (ডিবি) কার্যালয়ে নিয়ে আসা হয়।

উল্লেখ্য, ধর্ষণের শিকার হওয়ার অভিযোগ এনে গত ৬ মে বনানী থানায় একটি মামলা দায়ের করেন দুই তরুণী। 

মামলার এজাহার সূত্রে জানা যায়, ২৮ মার্চ পূর্বপরিচিত সাফাত আহমেদ ও নাঈম আশরাফ ওই দুই তরুণীকে জন্মদিনের দাওয়াত দেয়। এরপর তাদের বনানীর ‘কে’ ব্লকের ২৭ নম্বর সড়কের ৪৯ নম্বরে রেইনট্রি নামের হোটেলে নিয়ে যাওয়া হয়।

এজাহারে আরও অভিযোগ করা হয়েছে, সেখানে দুই তরুণীকে হোটেলের একটি কক্ষে আটকে রেখে মাথায় অস্ত্র ঠেকিয়ে ধর্ষণ করে সাফাত ও নাঈম। এ ঘটনা সাফাতের গাড়িচালক বিল্লালকে দিয়ে ভিডিও করানো হয় বলেও উল্লেখ করা হয় এজাহারে।

ধর্ষণ মামলার আসামিরা হলো- সাফাত আহমদ, নাঈম আশরাফ, সাদমান সাকিফ, সাফাতের গাড়িচালক বিল্লাল ও দেহরক্ষী আবুল কালাম আজাদ।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত