দুই ছাত্রীকে ধর্ষণ: পোশাক পরীক্ষার আবেদন

প্রকাশ : ১১ মে ২০১৭, ০১:১৬

জাগরণীয়া ডেস্ক

রাজধানী ঢাকার বনানীতে রেইন ট্রি হোটেলের একটি কক্ষে অস্ত্র ঠেকিয়ে দুই তরুণীকে গণধর্ষণে মামলায় একজনের সালোয়ার-কামিজের রাসায়নিক পরীক্ষার জন্য আদালতে আবেদন করেছে পুলিশ।

১০ মে (বুধবার) ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতের সাধারণ নিবন্ধন শাখায় মামলার তদন্ত কর্মকর্তা বনানী থানার পরিদর্শক (নিরস্ত্র) মোহাম্মদ আবদুল মতিন এ আবেদনটি করেন। এ বিষয়ে ১১মে (বৃহস্পতিবার) শুনানির দিন ধার্য করা হয়েছে।

ঢাকার অপরাধ, তথ্য ও প্রসিকিউশন বিভাগের উপকমিশনার আনিসুর রহমান এ বিষয়ে এনটিভি অনলাইনকে নিশ্চিত করেছেন।আদালত সূত্রে জানা যায়, ধর্ষণের আলামত হিসেবে এক তরুণীর সালোয়ার-কামিজ জব্দ করা হয়েছে। তাতে কোনো ধরনের পুরুষের বীর্য আছে কি না তা রাসায়নিক পরীক্ষার জন্য আদালতে আবেদন করা হয়েছে।

মামলার আসামিরা হলেন আপন জুয়েলার্সের মালিকের ছেলে সাফাত আহমেদ, নাঈম আশরাফ, সাদমান সাকিব, সাফাতের গাড়িচালক বিল্লাল হোসেন ও দেহরক্ষী।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত