ন্যাম ফ্ল্যাট ছাড়তে ৩০ জনকে চিঠি

প্রকাশ | ০৩ মে ২০১৭, ১৯:১৫

অনলাইন ডেস্ক

জাতীয় সংসদের সংসদ কমিটি একজন মন্ত্রীসহ ৩০ জন সাংসদকে ‘সংসদ সদস্য ভবনের’ ফ্ল্যাট ছাড়তে চিঠি দিলেও তাদের মধ্যে থেকে মাত্র চারজনের সাড়া মিলেছে। 

গত ১৫ এপ্রিল (মঙ্গলবার) প্রধানমন্ত্রী শেখ হাসিনার এক অনুষ্ঠান থেকে যে সংসদ সদস্যরা তাদের ন্যাম ফ্ল্যাটে থাকেন না, তাদের বরাদ্দ বাতিলের হুঁশিয়ারি দেন। এরপর বিষয়টি নিয়ে তোড়জোড় শুরু করে সংসদ কমিটি।

সংসদ সদস্যদের আবাসন, ন্যাম ফ্লাটের নিরাপত্তা, অফিস বরাদ্দসহ বিভিন্ন বিষয় তদারকির দায়িত্বে থাকা সংসদ কমিটির বৈঠকে ৩ মে (বুধবার) এ বিষয়ে আলোচনা হয়।

বৈঠকের কার্যপত্র থেকে জানা যায়, মানিক মিয়া অ্যাভিনিউ ও নাখালপাড়ায় ন্যাম ফ্ল্যাটে বরাদ্দ নিয়েও থাকেন না- এমন আইনপ্রণেতাদের বাসা ছেড়ে দিতে গত বছরের ২৬ জুলাই চিঠি দেওয়া হয়। এরপর গত ২৩ এপ্রিল আবারও চিঠি দেওয়া হয়।

আসম ফিরোজের সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্য বিরোধী দলীয় প্রধান হুইপ মো. তাজুল ইসলাম চৌধুরী, আব্দুস শহীদ, নূর-ই-আলম চৌধুরী, হুইপ মাহাবুব আরা বেগম গিনি, পঞ্চানন বিশ্বাস, খালিদ মাহমুদ চৌধুরী, মো. আসলামুল হক এবং তালুকদার মো. ইউনুস বৈঠকে অংশ নেন।