ছাত্র ইউনিয়নের ৬৫তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ

প্রকাশ : ২৬ এপ্রিল ২০১৭, ১৪:৩০

জাগরণীয়া ডেস্ক

বাংলাদেশ ছাত্র ইউনিয়নের ৬৫তম প্রতিষ্ঠা বার্ষিকী আজ। ভাষা আন্দোলনের রক্তাক্ত ইতিহাসের মধ্য দিয়ে স্বৈরাচার, সাম্রাজ্যবাদ, সাম্প্রদায়িকতা বিরোধী প্রগতিশীল ছাত্র আন্দোলন সংগঠিত করার আহ্বান নিয়ে ১৯৫২ সালের ২৬ এপ্রিল গড়ে উঠে তৎকালীন ‘পূর্ব পাকিস্তান ছাত্র ইউনিয়ন’। শুরুতে সংগঠনের নাম পূর্ব পাকিস্তান ছাত্র ইউনিয়ন হলেও বাংলাদেশ রাষ্ট্রের বিকাশের প্রক্রিয়াকে ত্বরান্বিত করে স্বাধীন দেশে নামকরণ হয় বাংলাদেশ ছাত্র ইউনিয়ন।

শিক্ষার অধিকার আদায়, গণতন্ত্র, সমাজ প্রগতির লড়াইরে ঐতিহ্যবাহী সংগঠন বাংলাদেশ ছাত্র ইউনিয়ন প্রতিষ্ঠা বার্ষিকীর উদযাপনের লক্ষ্যে ২৬ এপ্রিল (বুধবার) সকাল ১১টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের বটতলায় কেন্দ্রীয় ছাত্র সমাবেশ ও বিকাল ৪টায় স্বোপার্জিত স্বাধীনতা চত্বরে (টিএসসি) সাবেক ও বর্তমান পুনর্মিলনী অনুষ্ঠানের আয়োজন করেছে ছাত্র সংগঠনটি।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত