গারো তরুণী ধর্ষণ মামলার প্রতিবেদন ১৭ মে

প্রকাশ : ২৫ এপ্রিল ২০১৭, ০০:৩৪

জাগরণীয়া ডেস্ক

রাজধানীর বাড্ডায় গারো তরুণীকে ধর্ষণের ঘটনায় করা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামি ১৭ মে দিন ধার্য করেছেন আদালত।

২৪ এপ্রিল (সোমবার) ঢাকার মহানগর হাকিম জিয়ারুল ইসলামের আদালতে তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য ছিল। কিন্তু মামলার তদন্ত কর্মকর্তা আজ প্রতিবেদন দাখিল না করায় বিচারক নতুন করে দিন ধার্য করেন।

মামলার নথি থেকে জানা যায়, গত বছরের ২৬ অক্টোবর রাতে উত্তর বাড্ডা থেকে বাসায় ফিরছিলেন ওই তরুণী। পরে রুবেলসহ কয়েকজন মিলে তাকে জোর করে উত্তর বাড্ডার পুরাতন থানা রোডের ৬ নম্বর লেনের একটি বাসার সামনে থেকে তুলে নিয়ে যায় এবং ধর্ষণ করে।

পরে ৪ নভেম্বর বাড্ডা থানায় ওই তরুণী মামলাটি করেন। এতে রুবেল, সালাউদ্দিনসহ অজ্ঞাত আরো দুজনকে আসামি করা হয়। ওই তরুণী উত্তর বাড্ডার একটি বিউটি পার্লারে চাকরি করতেন।

এ ঘটনায় গত বছরের ১১ নভেম্বর রাতে বিমানবন্দর রেলস্টেশন এলাকা থেকে গারো তরুণীকে ধর্ষণের অভিযোগে প্রথমে রুবেলকে গ্রেপ্তার করে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১। পরবর্তী সময়ে তিনি আদালত থেকে পালিয়ে গেলেও আবার তাকে গ্রেপ্তার করা হয়।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত