ছাত্রীকে শ্লীলতাহানি, শিক্ষক বরখাস্ত
প্রকাশ : ০৫ এপ্রিল ২০১৭, ১৮:৫০


যশোরের চৌগাছার কাটগড়া মাধ্যমিক বিদ্যালয়ের এক ছাত্রীর শ্লীলতাহানিতে অভিযুক্ত বিএসসি (উচ্চতর গনিত) শিক্ষক ইসমাঈল হোসেনকে অবশেষে সাময়িক বরখাস্ত করা হয়েছে। ৫ এপ্রিল (বুধবার) বেলা ১১টায় বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির মিটিংয়ে ‘কারণ দর্শানো’ নোটিশের সন্তোষজনক জবাব না দিতে পারায় তাকে সাময়িক বরখাস্ত করার সিদ্ধান্ত গৃহীত হয়।
৫ এপ্রিল (বুধবার) বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির মিটিং শেষে প্রধান শিক্ষক তবিবর রহমান ও সভাপতি আমিনুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগেও অন্য এক ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে ওই শিক্ষককে ৫০ হাজার টাকা আর্থিক জরিমানা করা হয়েছিল।
নির্যাতনের শিকার ওই ছাত্রী গত ২৯ মার্চ প্রধান শিক্ষক বরাবর লিখিত অভিযোগে জানায়, ‘২৮ মার্চ দুপুর আড়াইটার দিকে স্কুল ছুটির পর কৌশলে অফিস কক্ষে ডেকে নিয়ে স্কুলের বিএসসি শিক্ষক ইসমাঈল হোসেন তাকে শ্লীলতাহানি করেন। এ সময় তার চিৎকারে স্কুলের ঝাড়ুদার কল্পনা রাণী ও আয়া সুখতারা বেগম এসে ছাত্রীটিকে উদ্ধার করেন। ছাত্রীটি আরো অভিযোগ করে, শিক্ষক ইসমাঈল বিভিন্ন সময়ে তাকে কু-প্রস্তাব দিতেন এবং তার দিকে নানা কু-অঙ্গিভঙ্গি করতেন।
লিখিত অভিযোগের প্রেক্ষিতে প্রধান শিক্ষক গত ৩০ এপ্রিল বিষয়টি উপজেলা শিক্ষা অফিসারকে জানালে তিনি তাৎক্ষণিক ব্যবস্থা নেয়ার নির্দেশ দেন। এরপর ১ এপ্রিল বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির জরুরি মিটিংয়ে তাকে তিন দিনের মধ্যে সন্তোষজনক জবাব দেয়ার জন্য ‘কারণ দর্শানো’ নোটিশ দেয়া হয়। ৪ এপ্রিল সন্ধ্যা ৬টার সময় ইসমাঈল হোসেন লিখিত জবাব দেন। আজ বুধবার সকাল ১১ টায় বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির জরুরি সভায় জবাবপত্রটি সন্তোষজনক না হওয়ায় তাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক তবিবর রহমান জানান, অভিযুক্ত শিক্ষককে ‘কারন দর্শনো’ নোটিশ দেয়া হয়েছিল। তিনি বিষয়টির সন্তোষজনক জবাব দিতে না পারায় বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সিদ্ধান্তে তাকে বিদ্যালয়ের সকল কার্যক্রম থেকে তাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।
- আসিফা ধর্ষণের প্রতিবাদে অটোরিকশাচালকদের বিক্ষোভ
- রিজার্ভ ট্যাংকের পানিতে ডুবে নারীর মৃত্যু
- 'আগামী নির্বাচনে খালেদা জিয়া অংশ নিতে পারবেন না'
- অবশেষে বয়স্ক ভাতা পাচ্ছেন ১০৬ বছরের আছিয়া
- বাসে বিশ্ববিদ্যালয় ছাত্রী ধর্ষণচেষ্টা: ৩ জনের রিমান্ড
- বনমালী তুমি পরজনমে হইও রাধা
- ‘গ্লোবাল উইমেনস’ লিডারশিপ অ্যাওয়ার্ডে ভূষিত হচ্ছেন প্রধানমন্ত্রী
- শেখ হাসিনার প্রশংসায় মুখর নরেন্দ্র মোদি
- বাঁচানো গেল না কবরস্থানে ‘জেগে’ ওঠা শিশুটিকে
- প্রতিবাদের রাজনীতি
- শিশু ধর্ষণে মৃত্যুদণ্ড ভারতে
- মার্কেট এলাকায় হয়রানি, প্রয়োজন শুধু সাহসী প্রতিবাদের
- ৯ দিন ধরে নিখোঁজ সঙ্গীত শিক্ষক মনিকা
- গৃহবধূকে নির্যাতনের পর মাথা ন্যাড়া করে দেওয়া্র অভিযোগ
- বাড়ি পৌঁছে দেয়ার কথা বলে তরুণীকে গণধর্ষণ, গ্রেপ্তার ২
- হালদা’র মাছ বাঁচবে তো?
- সামির বিরুদ্ধে এবার অর্থপাচারের অভিযোগ হাসিনের
- প্রাথমিকের শিক্ষক নিয়োগের পরবর্তী পরীক্ষা ৪ মে
- রোহিঙ্গা নির্যাতনের স্বাধীন তদন্ত চায় কমনওয়েলথ
- ভারতের বর্বর প্রথা: নববধূদের কুমারীত্বের পরীক্ষা