লক্ষ্মীপুরে ধর্ষণ মামলায় ৪ জনের মৃত্যুদণ্ড

প্রকাশ : ৩০ মার্চ ২০১৭, ০০:৪২

জাগরণীয়া ডেস্ক

লক্ষ্মীপুরের কমলনগরে রহিমা খাতুন নামের এক গৃহবধূকে গণধর্ষণের দায়ে ৪ জনকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন জেলা ও দায়রা জজ আদালত।

২৯ মার্চ (বুধবার) দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক ড. আবুল কাশেম চৌধুরী এ রায় দেন।

এ সময় মৃত্যুদন্ডপ্রাপ্ত ৪ জনের প্রত্যককে ২০ হাজার টাকা করে জরিমানার আদেশ দেয়া হয়। অভিযোগ প্রমাণিত না হওয়ায় আনোয়ার নামের ওপর এক আসামিকে এ মামলা থেকে বেকসুর খালাস প্রদান করেন আদালত।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন, সানাউল্লাহ, আবদুর রহিম, হারুন ও আবুল কাসেম ওরফে কাসেম মাঝি। এরা সবাই কমলনগরের চর কাদিরা ইউনিয়নের বাসিন্দা।

আদালত সূত্র জানায়, ২০১৪ সালের ২২ ডিসেম্বর গভীর রাতে কমলনগর উপজেলার চর কাদিরা এলাকায় জোরপূর্বক ওই গৃহবধূর বসতঘরে ঢুকে পালাক্রমে তাকে গণধর্ষণ করে অভিযুক্তরা। গণধর্ষণ শেষে ওই গৃহবধূর গোপনাঙ্গ খুচিয়ে খুচিয়ে নির্যাতন করে তারা। এ ঘটনায় ভিকটিমের স্বামী রফিক উল্লা বাদী হয়ে ২৯ ডিসেম্বর কমলনগর থানায় নারী ও শিশু নির্যাতন আইনে ৫ জনকে অভিযুক্ত করে একটি মামলা দায়ের করেন। পরে পুলিশ ২০১৫ সালের ৩১ ডিসেম্বর আদালতে এ মামলার চার্জশিট দাখিল করে। বাদি ও বিবাদী পক্ষের আইনজীবীদের দীর্ঘ শুনানী ও ৯ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে ২৯ মার্চ (বুধবার) দুপুরে বিজ্ঞ আদালত এ রায় দেন।

রাষ্ট্রপক্ষের কৌশলী এপিপি এডভোকেট আবুল বাসার এ রায়ে সন্তোষ প্রকাশ করেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত