আরিফা হত্যা মামলায় ৩ দিনের রিমান্ডে রবিন

প্রকাশ : ২৫ মার্চ ২০১৭, ২২:০২

জাগরণীয়া ডেস্ক

সাবেক স্ত্রী ব্যাংক কর্মকর্তা আরিফুন্নেসা আরিফা হত্যা মামলার একমাত্র আসামি ফখরুল ইসলাম রবিনের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। ২৫ মার্চ, শনিবার ঢাকার মহানগর হাকিম দেলোয়ার হোসেন এই আদেশ দেন।

এর আগে রবিনকে আদালতে হাজির করে পুলিশের পক্ষ থেকে দশ দিনের রিমান্ড চাওয়া হয়। শুনানি শেষে আদালত আসামির তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

আদালত পুলিশের সাধারণ নিবন্ধন কর্মকর্তা আনোয়ার হোসেন বলেন, আরিফা হত্যা মামলার রহস্য উদ্ঘাটনের জন্য আসামি ফখরুলকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা জরুরি বলে রিমান্ড আবেদনে উল্লেখ করা হয়েছে। আদালতে আসামির পক্ষে কোনো আইনজীবী ছিলেন না। শুনানি শেষে আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

মামলাটি তদন্ত করছেন গোয়েন্দা (ডিবি) পুলিশের পরিদর্শক মোস্তফা আনোয়ার। 

উল্লেখ্য, গত ১৬ মার্চ সেন্ট্রাল রোডে ১৩ ওয়েস্টয়েন্ড নামের আবাসিক একটি ভবনে আরিফার সাথে দেখা করতে যান রবিন। তখনই নিজ বাসার সামনে ছুরিকাঘাত করা হয় আরিফুন্নেসা আরিফাকে। পরে হাসপাতালে তিনি মারা যান। 

এই ঘটনায় নিহত আরিফার সাবেক স্বামী ফখরুলকে ২৪ মার্চ, শুক্রবার টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার একটি বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত