অপারেশন টুইলাইট

উদ্ধার করা হলো আটকে পড়া ২০ জনকে

প্রকাশ : ২৫ মার্চ ২০১৭, ১১:০৬

জাগরণীয়া ডেস্ক

সিলেট দক্ষিণ সুরমা উপজেলার শিববাড়ি এলাকায় জঙ্গি আস্তানা গড়া সেই ‘আতিয়া মহল’ এ আটকে পড়া ২০ জনকে চারতলা থেকে উদ্ধার করা হয়েছে। এদের মধ্যে ১৩ জন পুরুষ এবং ৭ জন নারী।

এর আগে ২৫ মার্চ (শনিবার) সকাল ৮টা ২৮ মিনিটে দক্ষিণ সুরমার শিববাড়ি উস্তার মিয়ার মালিকানাধীন ভবন ‘আতিয়া মহলে’ অপারেশন ‘টুইলাইট’ শুরু হয়েছে। লে.কর্নেল ইমরুল কায়েসের নেতৃত্বে এই বিশেষ অভিযানে সম্মুখভাগে অংশ নিয়েছেন সেনাবাহিনীর প্যারা-কমান্ডো সদস্যরা। অভিযানের সার্বিক তত্ত্বাবধানের দায়িত্বে আছেন ১৭ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল আনোয়ারুল মোমেন।

বাইরে রয়েছেন সোয়াট, র‌্যাব ও পুলিশ বাহিনীর সদস্যরা। 

আইন শৃংখলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তারা জানিয়েছেন, অভিযানের শুরুতেই আতিয়া মহলে আটকে পড়া লোকজনকে উদ্ধার করা হবে।

সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার রোকন উদ্দীর এ ব্যাপারে জানান, 'এই মুহূর্তে আতিয়া মহল সেনা কমান্ডোদের নিয়ন্ত্রণে রয়েছে। তারা অভিযান শুরু করেছেন।'

উল্লেখ্য, বৃহস্পতিবার দিবাগত রাত থেকে বাসাটির ৫তলা ও ৪তলা দু’টি ভবনের সবক’টি ফ্লাটে ২৮টি পরিবারের লোকজন জিম্মি অবস্থায় ছিলেন। শুরু থেকেই ভেতরে থাকা লোকজনকে কিভাবে বের করে আনা যায়, সে চেষ্টায় রয়েছে যৌথ বাহিনী। 

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত