আরিফা হত্যার বিচার দাবিতে মানববন্ধন

প্রকাশ | ২১ মার্চ ২০১৭, ০০:০৯ | আপডেট: ২১ মার্চ ২০১৭, ০০:১৯

অনলাইন ডেস্ক

রাজধানীর সেন্ট্রাল রোডে সাবেক স্বামী ফখরুল ইসলাম রবিন এর ধারালো অস্ত্রের আঘাতে খুন হওয়া ব্যাংক কর্মী আরিফুন্নেসা আরিফা হত্যার বিচার দাবিতে ২১ মার্চ, সোমবার সকাল ১১টায় রাজধানীতে জাতীয় প্রেস ক্লাবের সামনে এক মানববন্ধনের আয়োজন করা হয়েছে। 'জাস্টিস ফর আরিফা' ব্যানারে এই মানবন্ধনের আয়োজন করেছেন আরিফার পরিবার, স্বজন, ও বন্ধুরা।

উক্ত মানববন্ধনে দেশের সকল সচেতন মানুষকে অংশগ্রহণ করে আরিফা হত্যার সুষ্ঠু বিচার নিশ্চিত করতে আহ্বান জানিয়েছেন আয়োজকরা।

গত ১৬ মার্চ, বৃহস্পতিবার সকালে নিজ বাসার সিঁড়ির সামনে সাবেক স্বামীর ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত হন আরিফা। বাসার সিসিটিভি ফুটেজে দেখা যায়, আরিফার বাসায় রবিন আসার মাত্র ৩মিনিট পরেই আরিফার আর্তচিৎকার শোনা যায় আর এর পরপরই পালিয়ে যায় রবিন। পরে আরিফাকে হাসপাতালে নিয়ে গেলে সেখানে তার মৃত্যু হয়।

এই ঘটনায় রবিনকে একমাত্র আসামী করে একটি মামলাও দায়ের করা হয়েছে। তবে রবিনকে এখনো ধরতে পারেনি পুলিশ।

এদিকে রবিনের ফাঁসির দাবিতে ২২ মার্চ, বুধবার উত্তরার ১১ নং চৌরাস্তায় দুপুর সাড়ে বারোটায় আরো একটি মানববন্ধনের আয়োজন করা হয়েছে।