সিডাব্লিউএফডি’র আলোচনা সভা অনুষ্ঠিত

প্রকাশ | ২০ মার্চ ২০১৭, ১৭:৪৫

অনলাইন ডেস্ক

আন্তর্জাতিক নারী দিবস ২০১৭ উদযাপন উপলক্ষে সিডাব্লিউএফডি’র একটি আলোচনা সভার আয়োজন করে। ২০ মার্চ (সোমবার) ঢাকা রিপোর্টার্স ইউনিটি অডিটরিয়ামে এ আলোচনা সভায় ৫ জন নারী তাদের নিজ নিজ সাফল্য গাঁথা তুলে ধরেন। 

দীর্ঘ চল্লিশ বছরের বেশি সময় ধরে নারীর জীবন- মান উন্নয়নে ও আত্মমর্যাদা প্রতিষ্ঠা করতে কাজ করে আসছে কনসার্ণড উইম্যান ফর ফ্যামিলি ডেভেলপমেন্ট (সি ডাব্লিউ এফ ডি)। মাত্র ৬ জন কর্মী নিয়ে যাত্রা শুরু করলেও আজ এই প্রতিষ্ঠানটিতে ৬০০ জন কর্মী কর্মরত আছেন।

আলোচনা সভায় উপস্থিত ছিলেন সিডাব্লিউএফডি- এর নির্বাহী পরিচালক জনাব মোফাবেজা খান, প্রধান অতিথি জনাব ফারাহ কবির, কান্ট্রি ডিরেক্টর একশ্যান এইড বাংলাদেশ, সভাপতি ডা. আবু জামিল ফয়সাল কান্ট্রি রিপ্রেজেনটেটিভ, এনজেন্ডারহেল্থ বাংলাদেশ কান্ট্রি অফিস, বিশেষ অতিথি আফিয়া আক্তার, সদস্য, গভার্নিং কমিটি, সিডবি্লিউএফডি ও  সামিয়া আহমেদ, হেড অব পলিসি এন্ড এ্যাডভোকেসি, ওয়াটার এইড বাংলাদেশ এবং জহুর ফাতেমা, উপ-নির্বাহী পরিচালক, সিডাব্লিউএফডি। এছাড়াও উক্ত আলোচনা সভায় উপস্থিত ছিলেন সিডাব্লিউএফডি- এর কর্ম এলাকার জনগন ও জনপ্রতিনিধিবৃন্দ।