শর্ত ভাঙ্গলেই বস্ত্রকল ফিরিয়ে নেবে সরকার

প্রকাশ : ২০ মার্চ ২০১৭, ১৭:২২

জাগরণীয়া ডেস্ক

শর্ত লঙ্ঘন করলে সেসব প্রতিষ্ঠানকে পুনরায় সরকারিকরণের বিধান রেখে ‘বস্ত্র আইন-২০১৭’র নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

২০ মার্চ (সোমবার) মন্ত্রিসভার ১৪০তম এবং এ বছরের নবম সভায় এ আইন নীতিগত অনুমোদন করলো মন্ত্রিসভা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সকাল ১০টায় এ বৈঠক শুরু হয়। ১০টি এজেন্ডা নিয়ে এ বৈঠক চলে বেলা দেড়টা পর্যন্ত।

বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম ব্রিফিংয়ের মাধ্যমে এ তথ্য জানান।

তিনি বলেন, ‘নতুন আইনে বলা হয়েছে (তিন নম্বর ধারায়), সরকারের বিরাষ্ট্রীয়করণ নীতির আওতায় হস্তান্তরিত বা বিক্রিত বস্ত্র মিলগুলো সম্পাদিত চুক্তির শর্ত লঙ্ঘন করলে সরকার তা পুনরায় গ্রহণ করতে পারবে। অর্থাৎ যেগুলো হ্যান্ডওভার হয়ে গেছে, তারা যদি শর্ত লঙ্ঘন করে তাহলে সরকার তা টেক ব্যাক করতে পারবে। এ বিধানটা আনা হয়েছে। সরকার মিলগুলো ফিরিয়ে নিতে পারবে।’

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত