‘ডাকসু নির্বাচন কেন নয়’

প্রকাশ : ১৯ মার্চ ২০১৭, ১৫:০৮

জাগরণীয়া ডেস্ক

নির্ধারিত সময়ের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন অনুষ্ঠানে কেন নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল দিয়েছেন হাইকোর্ট।

১৯ মার্চ (রোববার) ডাকসুর সাবেক ভিপি, সাধারণ সম্পাদক ও একজন শিক্ষার্থীর করা এক রিটের প্রাথমিক শুনানি নিয়ে বিচারপতি নাঈমা হায়দার ও বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ ১৯ মার্চ (রোববার) এই রুল দেন। পাশাপাশি গত ২৬ বছরে ডাকসু নির্বাচন অনুষ্ঠানে নিষ্ক্রিয়তা কেন বেআইনি হবে না, তাও জানতে চাওয়া হয়েছে।

আদালতে রিটের পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী সুব্রত চৌধুরী। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোখলেছুর রহমান।

প্রসঙ্গত, ঢাকা বিশ্ববিদ্যালয়ে দুই দশকেরও বেশি সময় ডাকসু নির্বাচন হয়নি।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত