‘অপারেশন অ্যাসল্ট সিক্সটিন’, নিহত ৪ জঙ্গি

প্রকাশ : ১৬ মার্চ ২০১৭, ১৫:২৩

জাগরণীয়া ডেস্ক

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার কলেজ রোডে ছায়ানীড় নামে একটি বাড়িতে জঙ্গিবিরোধী অভিযানে নারীসহ তিনজন নিহত হয়েছেন। এর মধ্যে আত্মঘাতী স্কোয়াডের দুইজন মারা যান। ‘আত্মঘাতী বিস্ফোরণে’ অন্তত দুই জঙ্গি নিহত হয়েছে বলে এক কর্মকর্তা জানিয়েছেন।

১৬ মার্চ (বৃহস্পতিবার) সীতাকুণ্ড শহরের প্রেমতলা ওয়ার্ডের চৌধুরীপাড়ার ‘ছায়ানীড়’ নামের একটি দোতলা বাড়িতে সকাল ৬টা ২০ মিনিটে গুলি ছুড়তে ছুড়তে ‘অপারেশন অ্যাসল্ট সিক্সটিন’ অভিযান শুরু করে সোয়াত, কাউন্টার টেররিজম ইউনিট, র‌্যাব ও পুলিশের সম্বন্বয়ে গঠিত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

অভিযানে জঙ্গিদের হাতে জিম্মি থাকা ১৮জনকে উদ্ধার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। অভিযানকালে সোয়াতের দুই সদস্য আহত হয়েছেন। তাদের মধ্যে একজনের অবস্থা গুরুতর। আহতদের প্রথমে সীতাকুণ্ড স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। পরে সেখান থেকে তাদের সম্মিলিত সামরিক হাসপাতালে স্থানান্তর করা হয়।

দুটি আস্তানাই নিষিদ্ধ ঘোষিত উগ্র সংগঠন জেএমবির বলে জানিয়েছেন পুলিশের চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মো.শফিকুল ইসলাম। এদের মধ্যে একটি আস্তানা থেকে আটক হওয়া নারী-পুরুষ জেএমবির সদস্য বলেও তিনি জানিয়েছেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত