২৫ মার্চকে গণহত্যা দিবসের স্বীকৃতি

প্রকাশ : ১২ মার্চ ২০১৭, ১২:৫২

জাগরণীয়া ডেস্ক

২৫ মার্চ ‘গণহত্যা দিবস’ পালনের প্রস্তাব জাতীয় সংসদে গৃহীত হয়েছে।

প্রায় সাত ঘণ্টা আলোচনার পর সংসদে সর্বসম্মতভাবে প্রস্তাবটি গ্রহণ করা হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিরোধী দলীয় নেতা রওশন এরশাদসহ ৫৬ জন সংসদ সদস্য এই আলোচনায় অংশ নেন।

১১ মার্চ (শনিবার) বিকাল ৩টায় স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে অধিবেশন শুরু পর প্রস্তাবটি উত্থাপন করেন জাসদের সংসদ সদস্য শিরীন আখতার।

সংসদীয় কার্যপ্রণালী বিধির ১৪৭নং এর আওতায় আনা প্রস্তাবে বলা হয়, ‘সংসদের অভিমত এই যে, ১৯৭১ সালের ২৫ মার্চ কালরাত্রিতে বর্বর পাকিস্তানি সেনাবাহিনী কর্তৃক সংঘটিত গণহত্যাকে স্মরণ করে ২৫ মার্চকে গণহত্যা দিবস ঘোষণা করা হোক এবং আন্তর্জাতিকভাবে এ দিবসের স্বীকৃতি আদায়ে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করা হোক।’

আলোচনা শেষে স্পিকার শিরীন শারমিন প্রস্তাবটি ভোটে দিলে তা কণ্ঠভোটে পাস হয়। এসময় সকল সংসদ সদস্য টেবিল চাপড়ে তাতে সমর্থন জানান।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আলোচনায় অংশ নিয়ে এই প্রস্তাবটি সর্বসম্মতভাবে গ্রহণের আহ্বান জানিয়ে বলেন, ‘এই গণহত্যার প্রমাণ লাগে না। বিশ্বের বিভিন্ন প্রত্রিকায় এসেছে- কীভাবে গণহত্যা হয়েছে।’

সংসদে গৃহীত এই প্রস্তাবের বিষয়ে এবার সিদ্ধান্ত নেবে নির্বাহী বিভাগ।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত