যুব মহিলা লীগের সম্মেলন...

নাজমা আক্তার সভাপতি ও অপু উকিল সাধারণ সম্পাদক

প্রকাশ : ১১ মার্চ ২০১৭, ১৮:০৬

জাগরণীয়া ডেস্ক

প্রায় ১৫ বছর পর সম্মেলনের মাধ্যমে যুব মহিলা লীগের নতুন কমিটি গঠন হলেও শীর্ষ দুই পদে পুরনোরাই থাকলেন। নাজমা আক্তারকে সভাপতি ও অপু উকিলকে সাধারণ সম্পাদক করেই কাউন্সিলে নতুন কমিটি গঠন করা হয়েছে।

১১ মার্চ (শনিবার) সকালে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহযোগী সংগঠনটির ত্রি-বার্ষিক সম্মেলন উদ্বোধন করেন।

এরপর বিকালে কাউন্সিল অধিবেশন বসে, যাতে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের উপস্থিত ছিলেন।

কাউন্সিলে শীর্ষ দুই পদে শুধু নাজমা ও অপুর নাম প্রস্তাব এলে তাদের সভাপতি ও সাধারণ সম্পাদক পদে পুনর্নির্বাচিত ঘোষণা করেন কাদের।

নতুন কমিটির অন্য সদস্যদের নাম পরে ঘোষণা হবে বলে জানানো হয়।

২০০২ সালে নাজমাকে আহ্বায়ক করে যুব মহিলা লীগের ১০১ সদস্যের কমিটি দেওয়া হয়েছিল। দুই বছর পর ২০০৪ সালের ১৫ মার্চ প্রথম সম্মেলনের মাধ্যমে তাদের কমিটি হয়। সম্মেলনে নাজমা সভাপতি ও অপু উকিলকে সাধারণ সম্পাদক নির্বাচিত হন।

দীর্ঘদিন নেতৃত্বে পরিবর্তন না আসায় যুব মহিলা লীগের কার্যক্রম ঝিমিয়ে পড়েছে বলে সংগঠনটির কর্মীদের অভিযোগ রয়েছে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত