ইতি হত্যার প্রতিবাদে খাগড়াছড়িতে সড়ক অবরোধ

প্রকাশ : ০৫ মার্চ ২০১৭, ১৪:৪৯

জাগরণীয়া ডেস্ক

কলেজছাত্রী ইতি চাকমা হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন, খুনিদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে খাগড়াছড়ি সরকারি কলেজের সাধারণ ছাত্রছাত্রীরা।

৫ মার্চ (রোববার) সকালে কলেজ থেকে একটি মিছিল বের হয়। মিছিলটি চেংগীস্কোয়ার হয়ে শহরের মহাজনপাড়া এলাকায় এসে সড়ক অবরোধ করে প্রতিবাদ সমাবেশ করে। এসময় প্রায় আধাঘণ্টা শহরের প্রধান সড়কে যান চলাচল বন্ধ থাকে।

সমাবেশে বক্তব্য রাখেন-খাগড়াছড়ি সরকারি কলেজের রাষ্ট্রবিজ্ঞান চতুর্থ বর্ষের ছাত্র উৎপল ত্রিপুরা, নিঅংগ্য মারমা, ধন কিশোর ত্রিপুরা, টুটুল চাকমা, রিটন তালুকদার এবং নুশ্যাচিং মারমা।

বক্তারা অবিলম্বে ইতি চাকমা হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

২৬ ফেব্রুয়ারি রাতে খাগড়াছড়ি শহরের আরামবাগ এলাকায় খুন হন খাগড়াছড়ি সরকারি কলেজের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ইতি চাকমা। ইতি জেলার দীঘিনালা উপজেলার ছনখোলাপাড়ার মৃত অন্ত্ররেন্দ্রীয় চাকমার কন্যা।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত