কসোভোকে স্বীকৃতি দেওয়ায় বাংলাদেশের প্রশংসা মার্কিন কংগ্রেস কমিটির

প্রকাশ : ২৮ ফেব্রুয়ারি ২০১৭, ১৩:১৬

জাগরণীয়া ডেস্ক

কসোভোকে স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে স্বীকৃতি প্রদান করায় মার্কিন কংগ্রেসের পররাষ্ট্র বিষয়ক একটি কমিটি বাংলাদেশের প্রশংসা করেছে।

পররাষ্ট্র বিষয়ক ওই কমিটিতে ডেমোক্র্যাট এবং রিপাবলিক উভয় পক্ষের প্রতিনিধিরা রয়েছেন। মার্কিন পররাষ্ট্রনীতি নির্ধারণে ওই কমিটির গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।

মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষ হাউস অব কমন্সের ফরেন অ্যাফেয়ারস কমিটি সোমবার এক টুইটার বার্তায় বলেছে, ‘কসোভোকে স্বীকৃতি প্রদান করায় বাংলাদেশকে ধন্যবাদ এবং ১১৪তম দেশের স্বীকৃতি অর্জন করতে পারায় কসোভোকে অভিনন্দন।’

হাউস ফরেন অ্যাফেয়ারস কমিটি সাধারণত এমন স্বীকৃতিতে টুইটারে কোনও মন্তব্য করে না। তাই ওই টুইটার বার্তা অনেকের কাছে বিশেষ দৃষ্টি আকর্ষণ করেছে।

প্রসঙ্গত, কসোভো সার্বিয়ার একটি প্রদেশ ছিল। ১৯৯৯ সাল থেকে ওই ভূখণ্ড জাতিসংঘের তত্ত্বাবধানে ছিল। পরে ইউরোপের এই মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশটি ২০০৮ সালে স্বাধীনতা ঘোষণা করে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত