আইসিটি অ্যাক্টের ৫৭ ধারায় মামলা করলেন শাওন

প্রকাশ | ২৬ ফেব্রুয়ারি ২০১৭, ১৮:১৩ | আপডেট: ২৬ ফেব্রুয়ারি ২০১৭, ১৮:১৪

অনলাইন ডেস্ক

যুক্তরাষ্ট্র প্রবাসী বান্টি মীরের বিরুদ্ধে ধানমণ্ডি থানায় মামলা করলেন অভিনেত্রী ও নির্মাতা মেহের আফরোজ শাওন। আইসিটি অ্যাক্টের ৫৭ ধারায় ধানমণ্ডি থানায় ২৬ ফেব্রুয়ারি (রবিবার) দুপুরে শাওন এই মামলা করেন।

এর আগে একই ঘটনায় গত ২৪ ফেব্রুয়ারি (শুক্রবার) সন্ধ্যায় ধানমণ্ডি থানায় জিডি (সাধারণ ডায়রি) করেছিলেন প্রয়াত হুমায়ূন আহমেদের স্ত্রী নির্মাতা-অভিনেত্রী মেহের আফরোজ শাওন।

মামলা প্রসঙ্গে শাওন বলেন, বান্টি মীর নামের এক ব্যক্তি গত কয়েক দিন ধরে আমার ব্যাপারে মিথ্যা ও অশালীন বক্তব্য প্রচার করছেন। এমনকি আমাকে জীবননাশেরও হুমকি দিয়েছেন। 

মোস্তফা সরয়ার ফারুকীর ‘ডুব’ ইস্যুকে কেন্দ্র করে শাওনের বিরুদ্ধে গত কয়েকদিন ধরে ফেসবুকে আক্রমণাত্মক বক্তব্য ছড়াচ্ছেন বান্টি মীর। ভিডিওগুলো ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। এদিকে ‘ডুব’ সিনেমায় হুমায়ূন আহমেদের জীবনের ঘটনাকে দেখানো হচ্ছে আশংকা করে আপত্তি তুলেছেন শাওন।