সান্তাহারে বহুতল খাদ্যগুদাম উদ্বোধন প্রধানমন্ত্রীর

প্রকাশ : ২৬ ফেব্রুয়ারি ২০১৭, ১৪:১২

জাগরণীয়া ডেস্ক

বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহারে নব নির্মিত বহুতল খাদ্যগুদাম উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এর আগে ২৬ ফেব্রুয়ারি (রবিবার) দুপুর ১২টায় হেলিকপ্টার যোগে প্রধানমন্ত্রী সান্তাহার পৌঁছান। তিনি সান্তাহারে বেশ কয়েকটি প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন এবং আওয়ামী লীগ আয়োজিত জনসভায় ভাষণ দেবেন।

জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সির (জাইকা) আর্থিক সহায়তায় প্রায় ৩০০ কোটি টাকা ব্যয়ে ২০১২ সালের জানুয়ারিতে বহুতল খাদ্যগুদাম নির্মাণের কাজ শুরু হয়। ২৫ হাজার টন ধারণক্ষমতার এই গুদামের কাজ শেষ হয় গেল বছরের জুনে।

এই খাদ্যগুদাম উদ্বোধন ছাড়াও প্রধানমন্ত্রী জেলার আরও বেশ কিছু উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করবেন। এরপর বিকেলে সান্তাহার স্টেডিয়ামে জেলা আওয়ামী লীগ আয়োজিত জনসভায় যোগ দেবেন শেখ হাসিনা। সভা শেষ করেই বিকেলে ঢাকায় ফিরবেন প্রধানমন্ত্রী। 

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত