জাবির প্রথম নারী উপাচার্যকে সম্মাননা

প্রকাশ : ২৪ ফেব্রুয়ারি ২০১৭, ১৭:৪২

জাগরণীয়া ডেস্ক

মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলার গোলাইডাংগা মুক্তিযুদ্ধ স্মৃতি কলেজ কর্তৃপক্ষ দেশের প্রথম নারী উপাচার্য ‌এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলামকে সম্মাননা প্রদান করেছে।

২৩ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) তাকে এ সম্মাননা প্রদান করা হয় বলে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ অফিস প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।

অনুষ্ঠানে উপাচার্য মুক্তিযুদ্ধ স্মৃতি কলেজের শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, পরিবার ও সমাজ গঠনে নারীর অবদান অতুলনীয়। ঘরে-বাইরে নারী-পুরুষ একে অপরের পরিপূরক ও সহযাত্রী। যে মা গৃহে কাজ করেন, কর্মঘণ্টা হিসেবে তার শ্রম অনেক বেশি। এই শ্রমের স্বীকৃতির জন্যই কখনোই বলা উচিত নয় যে, মা কিছু করেন না।

এ সময় তিনি কলেজের শিক্ষার্থীদের দেশের যোগ্য মানবসন্তান হিসেবে নিজেদেরকে গড়ে তোলার উদ্দেশ্যে নিয়মিত পড়াশোনার পাশাপাশি মানবিক গুণাবলী অর্জনের আহ্বান জানান।

কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক উপ-উপাচার্য ও নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের অধ্যাপক আফসার আহমদের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন কলেজের অধ্যক্ষ কোহিনুর ইসলাম।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত