শেষ পর্যায়ে মিতু হত্যা মামলার তদন্ত

প্রকাশ : ২২ ফেব্রুয়ারি ২০১৭, ১৮:০১

জাগরণীয়া ডেস্ক

মিতু হত্যা মামলার তদন্ত শেষ পর্যায়ে রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

চট্টগ্রাম মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপকমিশনার মো.কামরুজ্জামান জানিয়েছেন, মিতু হত্যা মামলার তদন্ত এখন শেষ পর্যায়ে রয়েছে। সব ক্লু খতিয়ে দেখা হচ্ছে। মামলার বাদী বাবুল আক্তার ছাড়াও মিতুর বাবা মাসহ মিতুর বাসায় যাতায়াতকারী একাধিক নিকটাত্মীয়কে জিজ্ঞাসাবাদ করা হয়েছে।

পুলিশের একাধিক নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে, মিতু হত্যাকাণ্ডে বাবুল আক্তারকে এখনো অভিযুক্ত করা হয়নি। তবে বাবুল আক্তারকে গোয়েন্দা নজরদারিতে রাখা হয়েছে। পুলিশের বিশেষ শাখার এসআই আকরামকে কৌশলে হত্যার অভিযোগে বাবুল আক্তার যে কোন সময় ডেকে জিজ্ঞাসাবাদ করা হতে পারে।

প্রসঙ্গত, গত বছরের ৫ জুন সকালে চট্টগ্রাম মহানগরীর ও আর নিজাম রোডের বাসা থেকে ছেলেকে স্কুল বাসে তুলে দিতে যাওয়ার সময় বাসার কাছেই প্রকাশ্যে রাস্তায় গুলি ও ছুরিকাঘাতে হত্যা করা হয় বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানম মিতুকে। এ ঘটনায় বাবুল আকতার বাদি হয়ে পাঁচলাইশ থানায় মামলা করেন। এই মামলায় গ্রেপ্তার আসামিদের মধ্যে দুইজন বন্দুকযুদ্ধে নিহত হয়।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত