‘একুশ অধিকার প্রতিষ্ঠার সার্বজনীন উৎসবের দিন’

প্রকাশ : ২০ ফেব্রুয়ারি ২০১৭, ১৯:৫১

জাগরণীয়া ডেস্ক

জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ বলেছেন, বায়ান্নর ভাষা আন্দোলনের রক্তক্ষয়ী এ দিনটি এখন আর শুধু শোক বা বেদনার নয়। জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল মানুষের সকল ভাষার অধিকার প্রতিষ্ঠার সার্বজনীন উৎসবের দিন।

২০ ফেব্রুয়ারি (সোমবার) অমর একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে দেয়া এক বাণীতে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, বাঙালির গৌরবোজ্জ্বল ইতিহাসের পাতায় একুশে ফেব্রুয়ারি সারাবিশ্বের বাংলাভাষীদের জন্য অনন্য মহিমায় সমুজ্জ্বল একটি দিন। আত্মত্যাগ আর গৌরবে ভাস্বর মহান শহীদ দিবস। এ দিনটি আজ বিশ্ববাসীর জন্য মাতৃভাষাকে সম্মান জানানোর উপলক্ষ্যও বটে।

বাণীতে তিনি সশ্রদ্ধচিত্তে স্মরণ করেন মাতৃভাষা বাংলার মর্যাদা রক্ষার সংগ্রামে আত্মদানকারী সকল শহীদের পবিত্র স্মৃতির প্রতি এবং সকল শহীদের রুহের মাগফিরাত কামনা করেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত